Monday , December 23 2024
Breaking News
Home / Abroad / এবার মাঝ আকাশেই খুলে গেল বিমানের দরজা, ঘটলো অনাকাঙ্খিত ঘটনা (ভিডিওসহ)

এবার মাঝ আকাশেই খুলে গেল বিমানের দরজা, ঘটলো অনাকাঙ্খিত ঘটনা (ভিডিওসহ)

বিষয়টি অনেকটা অবাক করা হলেও বাস্তবেই এবার এমনই একটি ‘হাড়হিম’ করা ঘটনা ঘটেছে রাশিয়ান এএন-২৬ বিমানের সঙ্গে। ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়তেই মুহূর্তেই ভাইরাল হতে দেখা যায়। যেখানে দেখা যায়, উড্ডয়নের কিছুক্ষন পরেই আচমকাই খুলে গেল বিমানের দরজা। আর তার জেরেই কনকনে ঠান্ডা হাওয়া হু হু করে টেনে নিয়ে গেল যাত্রীদের ব্যাগপত্র!

জানা গিয়েছে, একাধিক যাত্রীর ব্যাগ, স্যুটকেস উড়ে বেরিয়ে যায় সেই দরজা দিকে। স্বাভাবিক ভাবেই এমন ঘটনার কথা শোনা মাত্র আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মধ্যে।

আতঙ্কের শোরগোল শুরু হয়। তবে পাইলটের বুদ্ধিমত্তার কারণে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় বিমানটি। যে মুহূর্তে তিনি জানতে পারলেন যে কার্গোর দরজা খোলা গেছে, তিনি জরুরি অবতরণ করলেন। এছাড়া বিমান কর্মীরাও সাহসিকতার সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করেন।

যাত্রীদের তাদের আসনে বসতে অনুরোধ করা হয়। ফলে কোনো যাত্রী হতাহত হয়নি। কিন্তু এই পরিস্থিতিতেও পুরো ঘটনা ক্যামেরায় বন্দি করলেন এক ব্যক্তি। সেই ভিডিও ভাইরাল হয়ে যায় নেট দুনিয়ায়। দেখা যাচ্ছে যে বিমানটি পূর্ব সাইবেরিয়ার ইয়াকুটস্ক অঞ্চলের মাগান থেকে ছেড়েছিল।

তাপমাত্রা ছিল মাইনাস ৪১ ডিগ্রি সেলসিয়াস। আকাশে ওড়ার পর পেছনের দরজা খুলে যায়। যাইহোক, বিমানের পিছনে লাগেজ রাখার জন্য আলাদা জায়গা রয়েছে। সেখানে কোনো যাত্রীর চলাচল থাকে না। কিন্তু একেবারে পেছনের ব্যক্তি বিষয়টি দেখেন।

এদিকে দেশটির এক সংবাদ মাধ্যমের সূত্রে জানা যায়, দুর্ঘটনা কবলে পড়া বিমানটিতে কর্মী ও যাত্রীসহ মোট ২৫ জন আরোহী ছিলেন। তবে সৌভাগ্যবসত এ সঘটনায় কারো কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

About Nasimul Islam

Check Also

উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুর জন্য দায়ী তারই পূত্রবধূ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

অন্তর্বর্তীকালীন সরকারের বিমান ও পর্যটন এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ মারা গেছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *