স্যার, আজ আমার মন ভালো নেই, উত্তরপত্রে এমন বাক্য লেখা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ওই ছাত্রকে তার মন খারাপের কারণ জানাতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে। এ ঘটনায় কারণ দর্শানোর নোটিশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী সোমবারের মধ্যে প্রথম বর্ষের শিক্ষার্থীকে জবাব দিতে বলা হয়েছে। এর আগে রোববার ইংরেজি বিভাগ শিক্ষার্থীর লিখিত বক্তব্য নেয়। পরে বিভাগীয় কর্তৃপক্ষ তা প্রক্টর অফিসে পাঠায়। প্রক্টর মোস্তফা কামাল বলেন, ওই ছাত্রের মন খারাপের কারণ দেখাতে হবে। সঠিক কারণ দেখাতে না পারলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) উত্তরপত্রে ‘আজ ভালো লাগছে না’ লেখা ওই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে প্রশাসন। মন খারাপের কারণ ব্যাখ্যা করতে প্রশাসনের পক্ষ থেকে ওই ছাত্রকে নোটিশ পাঠানো হয়েছে। তাকে ৪ জুলাইয়ের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মোস্তফা কামাল। তিনি গণমাধ্যমকে বলেন, তাকে কারণ দেখাতে হবে। সে চারটি অপরাধ করেছে। প্রথমে চিরকুট চুরি, তারপর শিক্ষকের স্বাক্ষরের জায়গায় স্বাক্ষর, নম্বর বসান। তারপর ফেস// বুকে ছেড়ে দেন। এর আগে গত বৃহস্পতিবার ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পাতার ছবি ফেস// বুকে ছড়িয়ে পড়ে। উত্তরপত্রে ছাত্র লিখেছে, স্যার, আজ আমার মন ভালো নেই। ছবিটি ফে// সবুকে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীদের মধ্যে সমালোচনা ও হাস্যরসের সৃষ্টি হলে প্রশাসন সক্রিয় হয়ে ওঠে। এর আগে গত রোববার ওই শিক্ষার্থীর কাছ থেকে লিখিত বক্তব্য নেয় ইংরেজি বিভাগ। পরে বিভাগীয় কর্তৃপক্ষ তা প্রক্টর অফিসে পাঠায়।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ইনকোর্স মিডটার্ম পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রের প্রথম পাতায় ‘স্যার, আজ আমার মন ভালো নেই’ এমন লেখা দিয়ে একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন। ছবিতে দেখা যাচ্ছে, ইংরেজি বিভাগের প্রথম সেমিস্টারের এক শিক্ষার্থীর পরীক্ষার অতিরিক্ত উত্তরপত্রে বাক্যটি লেখা আছে। এর পাশে লাল কালিতে শূন্য নম্বর দিয়ে বাতিল লেখা।