ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। মঙ্গলবার সচিবালয়ে প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, তারা দুই দেশের পারস্পরিক সম্পর্ক বিশেষ করে তথ্যপ্রযুক্তি খাত নিয়ে আলোচনা করেছেন।
পিটার হাস দুপুর ১টা ৩৬ মিনিটে সচিবালয় ত্যাগ করেন। তবে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি মার্কিন রাষ্ট্রদূত।
প্রতিমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ গড়তে যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করবে বাংলাদেশ। উদ্ভাবন ও দক্ষতা উন্নয়নে এক সাথে কাজ করা হবে। দুই দেশই নতুন সরকারের নতুন ভিশন নিয়ে কাজ করবে। যুক্তরাষ্ট্রের প্রযুক্তিনির্ভর কোম্পানিগুলো কীভাবে দেশে বিনিয়োগ করতে পারে সে বিষয়ে কথা হয়েছে। তিনি বলেন, মার্কিন রাষ্ট্রদূত সাইবার নিরাপত্তা নিয়েও কথা বলেছেন।
এক প্রশ্নের জবাবে জুনাইদ আহমেদ পলক বলেন, নির্বাচন নিয়ে কোনো আলোচনা হয়নি।