এই মুহূর্তে সারা-দেশজুড়ে প্রশংসার জোয়ারে ভাসছেন বাংলাদেশ নারী ফুটবল টিম। নেপালকে হারিয়ে নারী সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে দিয়ে বিশ্বদরবারে বাংলাদেশের মান আরো উজ্জ্বল করেছেন তারা। তাই এই জয় শুধু তাদেরই নয়, বরং এই জয় সারা-বাংলার জয়। একই সঙ্গে নতুন এক ইতিহাসও তৈরী করে দেখিয়েছেন তারা।
সাফের সেরা গোলরক্ষক হয়েছেন বাংলাদেশের রূপনা চাকমা।ফাইনালে ব্যবধান কমাতে নেপালের করা গোলটিই ছিল টুর্নামেন্টে বাংলাদেশের জালে এই আসরে প্রথম গোল। রূপনা কল্যাণকে বাংলাদেশ ৫ ম্যাচে মাত্র একটি গোল হজম করেছে।
কিন্তু এই রুপনা চাকমার বাড়ির অবস্থা বেহাল। সামান্য বৃষ্টি থেকেও তারা রক্ষা পায় না। ব্যারিস্টার সুমন রুপনার বাড়ির ছবি দেখে হতবাক হয়ে তার বাড়ি করে দেয়ার ঘোষণা করেছেন ব্যারিস্টার সুমন।
এক ভিডিও বার্তায় তিনি এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘রূপনার মায়ের একটি ছবি দেখলাম। একটা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে। ওই বাড়িটি মানুষের বসবাসের জন্য একেবারেই অনুপযোগী। রুপনা আমাদের বোন। আমি আমার একাডেমির সকল খেলোয়াড়ের সাথে কথা বলেছি এবং সিদ্ধান্ত নিয়েছি আগামী সপ্তাহে তাকে একটি বাড়ি বানিয়ে দিতে চাই।
তিনি আরও বলেন, ‘আমরা সবাই সফল হওয়ার পরে পাশে এসে দাঁড়ায়। আমি নিজেও এক্ষেত্রে সেটি করছি। এজন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি।’
এদিকে বাংলাদেশ নারী ফুটবল টিমকে অর্ধকোটি টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বিসিবি। জানা গেছে, এরই মধ্যে দেশের মাটিতে পা রেখেছেন বাংলার বাঘিনীরা।