বাংলাদেশে রাজনীতিতে বিরোধী দল বলতে বিএনপি বুঝালেও সংসদে বিরোধী দল জাতীয় পার্টির। জাতীয় পাটির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ দীর্ঘ ধরেই চেয়ারম্যান ছিলেন কিন্তু তার মৃত্যু পর নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন জিএম কাদের। তার চেয়ারম্যান হওয়ার বিষয়টি নিয়ে দ্বদ্বে জড়ান হুসেইন মুহাম্মদ এরশাদ আরেক স্ত্রী বিদিশা। রওশন এরশাদ মায়ের মতো, বিদিশা কেউ না বলে মন্তব্য করে জাতীয় পার্টির চেয়ারম্যান যা বললেন।
রওশন এরশাদকে আমরা মায়ের মতো দেখি এবং শ্রদ্ধা করি। বিদিশা আমাদের কেউ না। তার সাথে আমার ভাইয়ের অনেক আগেই তালাক হয়ে গেছে।
শনিবার (২০ আগস্ট) দেশের একটি জনপ্রিয় চ্যালেনকে দেওয়া এক সাক্ষাৎকারে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ (জিএম) কাদের এ কথা বলেন।
দেবর-ভাবির সম্পর্ক মধুর হলেও আপনার সঙ্গে ভাবিদের সম্পর্কটা মনে হচ্ছে তিক্ততার, উপস্থাপকের এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, এটা মানুষের মধ্যে ভুল ধারণা সৃষ্টি করা হয়েছে। রওশন এরশাদের সাথে আমার কোন তিক্ত সম্পর্ক ছিল।আমি তাকে ছোটবেলা থেকেই মা হিসেবে দেখেছি। ভাইয়া আমাদের অনেক বড় হওয়ায় আমরা তাকে বাবার পরেই স্থান দিতাম, বাবার মতোই শ্রদ্ধা করতাম। সেই কারণে ভাবিকেও আমরা মায়ের মতোই জানি।
বিরোধীদলীয় নেতা-উপনেতা দ্বন্দ্ব প্রসঙ্গে তিনি বলেন, আমার ভাইয়ের মৃ/ত্যুর পর দলের সবার সমর্থনে তাদের স্বাক্ষরিত চিঠি দিয়ে বিরোধীদলীয় নেতা হওয়ার জন্য স্পিকারের কাছে জমা দিয়েছিলাম। কিন্তু তারপর কিছু স্বার্থান্বেষী লোকের কারণে আমাদের মধ্যে মতভেদ দেখা দেয়। পরে দেখলাম দলের এই মুহূর্তে যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হল এক হয়ে থাকা। এভাবে দল ভেঙে যেতে পারে। পরে আমি আবার চিঠি দিয়ে জানাই ভাবিই হবেন বিরোধীদলীয় নেতা, আমাকে উপনেতা করা হোক।
তিনি আরও বলেন, তাছাড়া আমার ভাবির সঙ্গে আমার সবসময় ভালো সম্পর্ক। কিছু দিন আগে, যখন আমি দুর্ঘটনায় আহত হই তখন ভাবি, তার ছেলে আমাকে ফোন দিয়ে খোঁজও নিয়েছেন কয়েকবার।
বিদিশার সম্পর্কে তিনি বলেন, তার সম্পর্কে আমি কিছুই বলতে চাই না। তার সঙ্গে আমার ভাইয়ের অনেক আগেই তালাক হয়ে গেছে। সে আমাদের পরিবারের কেউ না।
প্রসঙ্গত, দলের স্বার্থে বিরোধীদলীয় নেতা হওয়া থেকে সরে এসেছিলাম। কারন দলের ভিতরে ভাঙ্গন ধরলে ব্যাপক ক্ষতি হবার সম্ভবনা ছিল বলে মন্তব্য করেন জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদের।