নারায়ণগঞ্জ-৪ আসনের বর্তমান সংসদ সদস্য ও দ্বাদশ জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী একেএম শামীম ওসমানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী তদন্ত কমিটি।
শনিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নারায়ণগঞ্জ-৪ আসনের নির্বাচন তদন্ত কমিটির সভাপতি যুগ্ম জেলা ও দায়রা জজ কাজী ইয়াসিন হাবিব এ নোটিশ পাঠান। শোকাজের উল্লিখিত নোটিশে নোটিশ প্রাপ্ত ব্যক্তি বা তার কোনো প্রতিনিধিকে রোববার বেলা ১১টায় কমিটির সভাপতির কার্যালয়ে ব্যক্তিগতভাবে বা কোনো প্রতিনিধির মাধ্যমে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এছাড়া নির্বাচনের আগে ২০০৮ সালের সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণবিধি মেনে চলার অনুরোধ করা হয়েছে।
প্রসঙ্গত, এর আগে শুক্রবার ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানার প্রতিটি পাড়া মহল্লায় বিক্ষোভ মিছিল করে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এ সময় কয়েকটি মিছিলে নেতাকর্মীরা শামীম ওসমানের ছবি সম্বলিত ব্যানার ও নৌকা প্রতীক বহন করে। নির্বাচনী তদন্ত কমিটি প্রতীক বরাদ্দের আগে এটি আচরণবিধি লঙ্ঘন হিসেবে চিহ্নিত করেছে।