সংসদ অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে হবিগঞ্জ-৪ (চুনারুঘাট-মাধবপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সাইদুল হক সুমনের ভুল ধরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার জাতীয় সংসদ অধিবেশনের সম্পূরক প্রশ্নোত্তর পর্বে জার্মানিতে সদ্য সমাপ্ত মিউনিখ নিরাপত্তা সম্মেলনে ফিলিস্তিন ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থানের প্রশংসা করেন ব্যারিস্টার সুমন।
সে সময় মিউনিখের পরিবর্তে বার্লিন বলে বক্তৃতা শুরু করেন এবং প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে তা সংশোধন করেন। ভিডিওতে প্রধানমন্ত্রীকে বলতে দেখা যাচ্ছে, ‘বার্লিন না মিউনিখ মিউনিখ’। পরে বক্তব্য সংশোধন করেন ব্যারিস্টার সাইদুল হক সুমন।
বক্তৃতায় তিনি বলেন, প্রধান মুসলিম দেশগুলোর সরকার প্রধানরা এ কথা বলার সাহস রাখেননি। তবে এই সাহস দেখানোর জন্য আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ।
এর আগে, সোমবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক ব্রিফিংয়ে ওবায়দুল কাদের বলেন, সম্মেলনে গাজা যু/দ্ধ নিয়ে প্রধানমন্ত্রী যে সাহস দেখিয়েছেন তা ইউরোপের কোনো রাষ্ট্রপ্রধান দেখাতে পারেননি।
ওবায়দুল কাদের বলেন, গাজা ইস্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট অবস্থান, যু/দ্ধের বিরুদ্ধে ও শান্তির পক্ষে জোরালো বক্তব্য- গ/ণহত্যা বন্ধ করার মতো সাহস ইউরোপের কোনো নেতা দেখাতে পারেননি।