Monday , November 25 2024
Breaking News
Home / Countrywide / এবার ব্যবসায়ী সিন্ডিকেট ও সরকার নিয়ে কথা বললেন ন্যাপ নেতা

এবার ব্যবসায়ী সিন্ডিকেট ও সরকার নিয়ে কথা বললেন ন্যাপ নেতা

গত বেশ কয়েক মাস ধরে দেশের তেলের দাম ঊর্ধ্বগতর দিকে। যানবাহনের জ্বালানী তেলের দাম বাড়ার অজুহাত দেখিয়ে অনেক পন্য দ্রব্যের দাম এখন ক্রয় সক্ষমতার বাইরে সাধারন ও নিন্ম আয়ের মানুষের। যানবাহনের জ্বালানি তেলের দামের বিষয়ের পাশাপাশি ভোজ্য তেলের দাম ও ঊর্ধ্বগতর দিকে, এ বিষয় নিয়ে গত বেশ কিছুদিন ধরে দেশেজুড়ে বেশ আলোড়নার সৃষ্টি হয়েছে। তবে তেলের দাম বেড়ে যাওয়ার খবরে বাংলাদেশের ( Bangladesh ) বিভিন্ন অঞ্চলের বিভিন্ন দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান পরিচালনা করছে।

বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ ভোজ্য তেল দিয়ে তেলসমতি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের( government ) প্রতি আহ্বান জানিয়েছে। দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ( Jebel Rahman Gani ) ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ( M. Golam Mostafa ) ভূঁইয়া বলেন, “সরকার নানা উদ্যোগ গ্রহণ করেও ভোজ্যতেল সিন্ডিকেট ভাঙতে ব্যর্থ হয়ে অসহায় হয়ে পড়েছে। আবারও ১২ টাকা দাম বাড়ানোর সিদ্ধান্তে স্পষ্ট- সরকার সিন্ডিকেট ভাঙতে পারেনি।

সোমবার ২৮ ফেব্রুয়ারি ( February ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির চেয়ারম্যান জেবেল রহমান গানি ( Jebel Rahman Gani ) ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া এ আহ্বান জানান।

এক বিবৃতিতে নেতারা অভিযোগ করেন, সিন্ডিকেটের কাছে সরকার অসহায়।

প্রসঙ্গত, তেলের দাম বাড়া নিয়ে সরকারকে অসহায় বলে তাচ্ছিল্য করেন, দেশের বেশ কিছু নেতা। খুলনা জেলা কার্যালয়ের( Khulna District Office ) সহকারী পরিচালক শাহীনুর আলম ( Shahinur Alam ) দেশের জনগণের দৃষ্টি আকর্ষণ করে সংবাদ মাধ্যমকে জানায়, অতিরিক্ত দাম দিয়ে ভোজ্য তেল ক্রয় না করার জন্য। যদি কোন ব্যাবসায়ী বা দোকানদার তেলের দাম বেশি রাখে তাহলে আইনের সহযোগিতা নিতে পরামর্শ দেন তিনি। খুলনার ( Khulna ) বেশ কিছু দোকানদারকে খুলনা জেলা কার্যালয়ের ( Khulna District Office ) সহকারী পরিচালক শাহীনুর আলম ( Shahinur Alam )  জরিমানাও করেন।

About bisso Jit

Check Also

লিপি ওসমানকে নিয়ে সিটি সেন্টারে শামীম ওসমান

দুবাইয়ের আজমান শহরের সিটি সেন্টার শপিং মলে আবারও দেখা মিললো নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *