সম্প্রতি প্রেমের সম্পর্কে জড়িয়ে নানা ধরনের অপ্রীতিকর ঘটনায় সাথে জড়িয়ে পড়ছে তরুণ-তরুণীরা। এ কারনে সমাজে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড ঘটচ্ছে। দ্বন্দ্বে জড়িয়ে পড়েছে তাদের পরিবাররা। পরে এ সব বিষয়ে নিয়ে শেষ পর্যন্ত আইনি জামালায় জড়িয়ে পরে পরিবারের সদস্যরা। তেমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে এবার ঠাকুরগাঁও সদর উপজেলায় চাচার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ের কিশোরী করছে এক তরুণী।
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়নের কাশলগাঁও ডাঙ্গিপাড়া গ্রামে বিয়ের দাবিতে চাচা বাড়িতে অনশনে বসেছেন এক কিশোরী ভাতিজি।
শনিবার (৬ আগস্ট) রাতে ওই গ্রামে চাচার বাড়িতে গিয়ে অবস্থান নেন ভুক্তভোগী কিশোরী। এরপর থেকে তিনি সেখানে অনশন করছেন।
অভিযুক্ত হাসান (২৪) রুহিয়া ইউনিয়নের কাশালগাঁও ডাঙ্গিপাড়া গ্রামের বাসিন্দা।
ভুক্তভোগী জানান, প্রায় তিন বছর ধরে হাসানের সঙ্গে তার সম্পর্ক ছিল। হাসানকে অনেকবার বিয়ে করার কথা বলা হলেও বিয়ে করতে রাজি হননি। এ কারণে বিয়ের দাবিতে শনিবার (৬ আগস্ট) রাত থেকে এখানে অবস্থান করছি।
ভুক্তভোগীর বাবা বলেন, আমার মেয়ের বয়স অনেক কম। এখনো বিয়ের বয়স হয়নি। অভিযুক্ত হাসান আমার চাচাতো ভাই। ওই বাড়ি থেকে মেয়েকে আনতে গিয়েছিলাম। সে আমার সাথে আসেনি। এ কারণে এ বিষয়ে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নেব।
এ ব্যাপারে অভিযুক্ত হাসানের সাথে যোগাযোগ করা হলে তিনি কথা বলতে রাজি হননি।
রুহিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সেন বলেন, খবরটি শুনেছি তবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারব।
প্রসঙ্গত, ভুক্তভোগী জানা বিয়ের কথা বলেও না করার কারনে তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন। তবে এ বিষয়ে তার পরিবার থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি আলোচনার মাধ্যমে নেওয়া হবে বলে ভুক্তভোগীর বাবা জানান।