Friday , November 22 2024
Breaking News
Home / World / এবার বিশৃঙ্খল ভারতীয়দের দমনে সীমান্তে কড়া পদক্ষেপ নিলো ইউক্রেন পুলিশ

এবার বিশৃঙ্খল ভারতীয়দের দমনে সীমান্তে কড়া পদক্ষেপ নিলো ইউক্রেন পুলিশ

 

রাশিয়া কর্তৃক ইউক্রেনের( Ukraine ) সামরিক অভিযান চালানোর পর থেকেই অসংখ্য মানুষ প্রাণভয়ে ইউক্রেনের( Ukraine ) সীমান্ত ত্যাগ করে পার্শ্ববর্তী দেশগুলোতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। অভিবাসনপ্রত্যাশীদের মধ্যে ইউক্রেনের( Ukraine ) সাধারণ মানুষ যেমন আছেন তেমনি পাশাপাশি আছেন অসংখ্য প্রবাসীও, যাদের মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যায় রয়েছেন ভারতীয়রা।

ভারতের পশ্চিমবঙ্গের( West Bengal ) বাংলা দৈনিক আনন্দবাজারের খবরে বলা হয়েছে, সীমান্তে অত্যাচার চালাচ্ছে ইউক্রেনের( Ukraine ) পুলিশ। এমনকি পিপার স্প্রে ছিটিয়েও ইউক্রেনত্যাগী ভারতীয়দের ওপর পুলিশি( Police ) অত্যাচার চালানো হচ্ছে। ইউক্রেন-স্লোভাকিয়া সীমান্তের তল্লাশিচৌকির কাছে আটকা পড়েন মালবিকা নামের এক ভারতীয় শিক্ষার্থী। প্রায় ১২ ঘন্টা ধরে তাকে খাবার ও পানি ছাড়া থাকতে হয়েছে।

ওই ছাত্রীর অভিযোগ, তল্লাশিচৌকির পুলিশ তাদের ওপর তিনবার লঙ্কা ও গোলমরিচের গুঁড়ো ছিটিয়ে দেয়। এর পর অনেকেই অজ্ঞান হয়ে যান। অত্যাচারে অতিষ্ঠ হয়ে মানুষ সাহায্যের জন্য স্লোভাকিয়ান দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করেন। এমনকি কিয়েভ দূতাবাসেও তারা ফোন করার চেষ্টা করেন। কিন্তু হেল্পলাইনগুলোর কোনোটিই কাজ করছে না বলে তারা জানান। সামাজিকমাধ্যমেও এ ঘট্নার ভিডিও ছড়িয়ে পড়েছে।

এতে দেখা যায়, সীমান্তে দাঁড়িয়ে থাকা লোকজনকে লাঠিপেটা করছে ইউক্রেনের( Ukraine ) পুলিশ। এমনকি নারীদের ওপরও নির্বিচারে লাঠির আঘাত করা হয়েছে। পাশাপাশি বন্দুক চালানোর আওয়াজ এবং চিৎকারের আওয়াজও ভেসে উঠেছে ভিডিওতে। এমনকি নিজেদের সুটকেস ছেড়েও দৌড়ে পালাতে দেখা যায় কয়েকজনকে।

তবে ভারতে ইউক্রেনের( Ukraine India )( Ukraine ) রাষ্ট্রদূত ইগর পোলিখা( Eger Polikha ) এই অভিযোগ অস্বীকার করেছেন। বিষয়টি নিয়ে চাঞ্চল্য ছড়ানোর চেষ্টা করা হচ্ছে বলেও তিনি দাবি করেন। তার মতে, সবাইকে একটি লাইনে অপেক্ষা করতে বলা হয়েছিল। কিন্তু লোকজন নিজেরাই লাইন ভেঙে এগোনোর চেষ্টা করেন। এর ফলেই এই বিশৃঙ্খলার সৃষ্টি হয়।

যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন ছেড়ে নিরাপদ গন্তব্যের পৌঁছানোর জন্য সাধারণ মানুষ যে হন্যে হয়ে যাবে সেটাই স্বাভাবিক। কিন্তু পাশাপাশি বিশৃঙ্খলতা পরিহার করে ধৈর্যধারণ করে ইউক্রেনের( Ukraine ) আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সাহায্য করারও কোনো বিকল্প এ মুহুর্তে নেই। আশা করা যায়, অচিরেই সকল সাধারণ শান্তিপ্রেমি মানুষ যুদ্ধকালীন অবস্থা থেকে পরিত্রাণ পাবেন

About Ibrahim Hassan

Check Also

জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে বিসিবি পরিচালক

আলোচনা যেন থামছেই না বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। তবে এবারের আলোচনাটা ভিন্ন। জানা গেছে বাংলাদেশ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *