জরুরি পরিস্থিতিতে যাত্রীদের দ্রুত প্রস্থান করার জন্য প্রতিটি বিমানে জরুরি বহির্গমন দরজা দেওয়া আছে। তবে বিমানবন্দর বা মাঝ আকাশে যাত্রীদের অস্বাভাবিক আচরণের কারণে এ দরজা খুলে ফেলার ঘটনাও ঘটতে দেখা যায়।
সম্প্রতি এমনই আরেকটি ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রের নিউ অরলেন্সের লুইস আর্মস্ট্রং আন্তর্জাতিক বিমানবন্দরে। জরুরী বহির্গমন দরজা খোলার পর একটি যাত্রী উড্ডয়নের অপেক্ষায় থাকা একটি বিমানের ডানায় উঠেছিলেন। পরে তাকে দানা থেকে নামিয়ে গ্রেফতার করা হয়।
সিএনএন-এ খালিজ টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী ওই যাত্রী মানসিকভাবে অসুস্থ। গত রবিবার, তিনি আটলান্টায় সাউথওয়েস্ট এয়ারলাইন্সের একটি ফ্লাইটে উঠেছিলেন।
ওই বিমানে থাকা প্রত্যক্ষদর্শী এক যাত্রী জানান, উড্ডয়নের আগে হঠাৎ করেই বিমানের দুই যাত্রীকে বাগবিতণ্ডায় জড়াতে দেখেন তিনি। এরপরই তাদের একজন জরুরি বহির্গমন দরজা খুলে বাইরে লাফ দেন এবং বিমানের পাখায় উঠে পড়েন। পরে বিমান সংস্থার ক্রুরা এসে তাকে সেখান থেকে হাসপাতালে নিয়ে যান। এ ঘটনায় বিমানটির উড্ডয়নে প্রায় দুই ঘণ্টা দেরি হয়, যার প্রভাব পরের বেশ কিছু ফ্লাইটের শিডিউলেও পড়ে।