গণঅধিকার পরিষদের (একাংশ) সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেছেন হাইকোর্ট। বিচারকদের নিয়ে আপত্তিকর মন্তব্য করায় আদালত অবমাননার মামলার ব্যাখ্যা দিতে তাকে ১৭ জানুয়ারি আদালতে হাজির হতে বলা হয়েছে।
রোববার বিচারপতি জেবিএম হাসান ও বিচারপতি রাজিক-আল-জলিলের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃস্ফূর্ত রুল দিয়ে এ আদেশ দেন।
এর আগে নুরুল হকের দেওয়া বক্তব্য নিয়ে গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। জানা গেছে, বিজয়নগর পানির ট্যাংকি মোড়ে এক সমাবেশে নুরুল হক নূর আদালতের বিচারকদের বিরুদ্ধে আপ”ত্তিকর মন্তব্য করেন।
আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল কালিপদ মৃধা। তিনি বলেন, প্রতিবেদনটি আদালতের নজরে আনা হয়েছে। কালিপদ মৃধা বলেন, হাইকোর্ট নুরুল হককে ১৭ জানুয়ারি আদালতে হাজির করে তার বিরুদ্ধে আদালত অবমাননার মামলায় ব্যাখ্যা দিতে নির্দেশ দেন।