রাঙামাটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী নির্বাচনী পথসভায় বক্তব্য রাখায় মহানগর বিএনপির নেতা সিনিয়র যুগ্ম সম্পাদক হেলাল উদ্দিনকে বহিষ্কার করেছে বিএনপি। মো. হেলাল উদ্দিন পৌরসভার প্যানেল মেয়র হিসেবে দায়িত্ব পালন করছেন।
শনিবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কার ঘোষণা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, দলীয় শৃঙ্খলাভঙ্গ কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগে হেলাল উদ্দিনকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
এ প্রসঙ্গে হেলাল উদ্দিন বলেন, ‘একতা সমিতির সভাপতি হিসেবে আমি আমাদের সংগঠনের পক্ষ থেকে কথা বলেছি। একই সঙ্গে আমার ওয়ার্ডে সভা-সমাবেশ করায় জনপ্রতিনিধি হওয়াটা আমার জন্য জরুরি ছিল। ফেসবুকে বহিষ্কার দেখেছি। এটা নিয়ে চিন্তিত নয়।
এর আগে শুক্রবার বিকেলে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারে নৌকার প্রার্থী দীপংকর তালুকদারের পথসভায় বক্তব্য রাখেন হেলাল উদ্দিন। বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন এবং দলের শীর্ষ নেতৃত্ব তাকে বহিষ্কার করেন।