একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া দুই সিটিসহ অন্যান্য নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রোববার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় বাংলাদেশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনসহ ২৩১টি স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন হয়েছে। ৬০ শতাংশ মানুষ ভোট দিয়েছেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গণতন্ত্র নিরাপদ প্রমাণিত হয়েছে দাবি করে তিনি বলেন, সরকার নির্বাচনে হস্তক্ষেপ করেনি। দুটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, এত অবাধ নির্বাচনের পরও নির্বাচন নিয়ে সরকারের বিরুদ্ধে কথা বলার কোনো যৌক্তিকতা নেই।
তিনি বলেন, অনেক জায়গায় বিএনপির নেতারা অংশগ্রহণ করে নির্বাচিত হয়েছেন।
দেশের রাজনীতির বাস্তবতার সঙ্গে বিএনপি যোগাযোগ হারিয়ে ফেলেছে অভিযোগ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, শেখ হাসিনা চোখের ভাষা ও মনের ভাষা বোঝে, কিন্তু বিএনপি মনের ও চোখের ভাষা বোঝে না। দেশের মানুষের – এটাই বাস্তবতা।