সম্প্রতি নির্বাচন কমিশন গঠন কে কেন্দ্র করে বাংলাদেশের দলগুলোকে নিয়ে চলছে আলোচনা-সমালোচনা। এরইমধ্যে রাষ্ট্রপতি সকল দলকে নির্বাচন কমিশন গঠনের বৈঠকে আহ্বান জানিয়েছেন। তবে প্রায় সকল দল আসলেও বিএনপি সংলাপে আসেনি। যার পরিপ্রেক্ষিতে এবার দিন ধার্য করে দিলো রাষ্ট্রপতি, যদিও আগেই জানিয়ে দিয়েছে বিএনপি তারা নির্বাচন কমিশন গঠনে আসবে না।
নির্বাচন কমিশন গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আলোচনার জন্য আগামী ১২ জানুয়ারি বিএনপির জন্য সময় রেখেছে বঙ্গভবন; যদিও বিএনপি এই সংলাপে না যাওয়ার সিদ্ধান্ত এরই মধ্যে জানিয়েছে।
গত ২০ ডিসেম্বর সংলাপ শুরুর পর এখন পর্যন্ত ২৭টি দলকে আমন্ত্রণ জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।
বুধবার নতুন যে কয়টি দলের সঙ্গে সংলাপসূচি চূড়ান্ত হওয়ার কথা বঙ্গভবনের প্রেস উইং জানায়, তাতে বিএনপির নাম রয়েছে।
বিএনপির সঙ্গে সংলাপের সূচি নির্ধারিত হয়েছে ১২ জানুয়ারি বিকাল ৪টায়।
গত দুই বারের মতো এবারও সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশনার নিয়োগের উদ্যোগ নিয়ে রাষ্ট্রপতি সংলাপ শুরু করেছেন।
বিএনপি আগের দুই বার গেলেও এবার রাষ্ট্রপতির এই উদ্যোগে সাড়া না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
তারা বলছে, নির্বাচনকালীন নির্দলীয় সরকারের দাবির বিষয়টি অমীমাংসিত রেখে ইসি গঠনের সংলাপ ‘অর্থহীন’।
সংলাপে যাবে না, জানিয়ে দিল বিএনপি
এবার বিএনপি ছাড়া আরও তিনটি দল রাষ্ট্রপতির আমন্ত্রণে সাড়া দেয়নি।
সাংবিধানিক প্রতিষ্ঠান নির্বাচন কমিশনে নিয়োগে আইন প্রণয়ন না হওয়ায় বিকল্প হিসেবে সার্চ কমিটি গঠন করে নিয়োগ দিচ্ছেন রাষ্ট্রপতি।
কে এম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ আগামী ১৪ ফেব্রুয়ারি শেষ হচ্ছে। তার মধ্যেই রাষ্ট্রপতিকে নতুন কমিশন গঠন করতে হবে। সেই ইসির পরিচালনায় আগামী সাধারণ নির্বাচন হবে।
পূর্বে থেকে জানিয়ে দেওয়ার পরও রাষ্ট্রপতির নতুন দিন এবং সময় নির্ধারণ করে দেওয়া বিএনপি’র জন্য হয়তো একটা বড় সুযোগ। পূর্বে বিএনপি আসবে না জানিয়ে দিলেও এখন কী করবে সে নিয়ে রয়েছে ধোঁয়াশা। কারণ এবার দিন তারিখ ধার্য করে দিল বঙ্গভবন। এখন দেখার বিষয় শেষমেষ বিএনপি নির্বাচন কমিশন গঠনে আসে কিনা। নতুন নির্দেশনার পর এখনো বিএনপির পক্ষ থেকে কোন কথা শোনা যায়নি।