খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ৪৮ ঘণ্টার আলটিমেটাম দেয়। এবার পাল্টা বিএনপিকে ৩৬ দিনের আলটিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সোমবার (২৫ সেপ্টেম্বর) আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে ওবায়দুল কাদের বলেন, বিএনপিকে সঠিক পথে আসার জন্য ৩৬ দিনের আল্টিমেটাম দেওয়া হয়েছে। ৩৬ দিনের মধ্যে সঠিক পথে না এলে তাদের কালো হাত গুড়িয়ে দেয়া হবে।
কাদের বলেন, আমরা কারো নিষেধাজ্ঞার পরোয়া করি না। আমরা আমাদের গণতন্ত্র রক্ষা করবো। যারা নিষেধাজ্ঞার কথা বলে তাদের দেশের গণতন্ত্র ত্রুটিমুক্ত নয়। বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন কারো প্রভাবে চলবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন ওবায়দুল কাদের।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি আল্টিমেটাম দিয়েছে, তারা তাদের নেত্রীর জন্য ৩৬ মিনিটের আন্দোলনও করতে পারেনি। কিন্তু শেখ হাসিনার মহানুভবতায় আজ খালেদা জিয়া ঘরে বসে চিকিৎসা নিচ্ছেন।
ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপি আন্দোলন করতে পারে না। তারা ভিসা নীতি, বিধিনিষেধের ওপর নির্ভর করছে।
অক্টোবরে খেলা শুরুর আগেই বিএনপির মাঠ ফাঁকা হয়ে যাবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী হাছান মাহমুদ। বিভিন্ন দলের হয়ে নির্বাচনে অংশ নেবেন বিএনপি নেতারা।