Thursday , January 9 2025
Breaking News
Home / Entertainment / ফাঁদে পা দিলেন পরীমনি, পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ এই চিত্রনায়িকা, ভাইরাল অন্তরঙ্গ দৃশ্য (ভিডিওসহ)

ফাঁদে পা দিলেন পরীমনি, পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ এই চিত্রনায়িকা, ভাইরাল অন্তরঙ্গ দৃশ্য (ভিডিওসহ)

শিগগিরই ওটিটিতে পর্দায় আসছেন অভিনেত্রী পরীমনি। মুক্তি পেতে যাচ্ছে তার ওয়েব ফিল্ম ‘পাফ ড্যাডি’। প্রায় চার বছর আগে ‘পাফ ড্যাডি’ নির্মাণ শুরু করেন পরিচালক মাসুদ হাসান উজ্জল। তবে ছবিটি নির্মাণ থেকে সরে দাঁড়ালে সাহেদ উন নবী ও মুশফিকুর রহমান মঞ্জু পরিচালনায় যোগ দেন।

যদিও প্রাথমিকভাবে ‘পাফ ড্যাডি’ একটি ওয়েব সিরিজ হিসাবে তৈরি করা হয়েছিল, তবে সম্প্রতি নির্মাতারা এটি সিনেমার আকারে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

মূলত আধ্যাত্মিকতা ও বাস্তবতার সমন্বয়ে ‘পাফ ড্যাডি’ গল্পটি তৈরি। সিনেমাটি রহস্যে ঘেরা। আর সেই ফাঁদে পড়েছেন অভিনেত্রী পরীমনি। যার প্রমাণ মিলল ‘পাফ ড্যাডি’র ট্রেলারে।

জানা গেছে, সিনেমাটির নাম ভূমিকায় অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। তাকে ঘিরেই যতো রহস্য। উঠতি নায়িকা থেকে তরুণ রাজনীতিক— সবাই সাহায্যের জন্য ছুটে যান তার কাছে। এই ‘বাবা’র আশীর্বাদ পেলেই যেন জাদুকরী উপায়ে পরিবর্তন হয়ে যায় সবার ভাগ্য! সিনেমায় উঠতি নায়িকা টিনার চরিত্রে অভিনয় করেছেন পরীমণি।

মূলত নিজের সিনেমা হিট করানোর জন্য ‘পাফ ড্যাডি’র সঙ্গে ঘনিষ্ঠ হন এই চিত্রনায়িকা। তাদের অন্তরঙ্গ দৃশ্যও বেশ ফুটে উঠেছে সিনেমার ট্রেলারে। এ ছাড়া তরুণ রাজনীতিকের ভূমিকায় অভিনয় করা সজলের সঙ্গেও ঘনিষ্ঠতা দেখা গেছে টিনা তথা পরীমনির।

সিনেমাটি সম্পর্কে নির্মাতা সহিদ উন নবী বলেন, প্রত্যেক মানুষের জীবনে একজন বাবা বা বস থাকে। আমরা তাদের ‘বাবা’ বলে ডাকি। জীবনে অনেক সাফল্য অর্জনের জন্য তাদের সমর্থন প্রয়োজন। কেউ কেউ হৃদয় থেকে সহযোগিতা করে, আবার কেউ কেউ নিজের সুবিধার জন্য করে। ‘পাফ ড্যাডি’ গল্পটি মানুষের জীবনে সেই বাবাদের প্রভাব নিয়ে।

প্রসঙ্গত, আগামী ৭ সেপ্টেম্বর ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে পরীমনি অভিনীত ‘পাফ ড্যাডি’। সিনেমাটির বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, শহীদুজ্জামান সেলিম, সালাউদ্দিন লাভলু, বিজরী বরকতুল্লাহ, মৌটুসী বিশ্বাস, ফারুক আহমেদ প্রমুখ।

About Babu

Check Also

তাহসানের পর এবার সুখবর দিলেন অভিনেত্রী মিথিলা

নতুন বছরের শুরুতেই আলোচনায় গায়ক ও অভিনেতা তাহসান খান। সাবেক স্ত্রী রাফিয়াত রশিদ মিথিলার সঙ্গে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *