প্রেম-ভালোবাসার জন্য কতজন কত কিছুই করে থাকেন। সাত সমুদ্র তের নদী পাড়ি দিয়ে প্রেমের জন্য ছুটে যান প্রেমিক বা প্রেমিকা। অনেকের সাধ্যের বাইরে থাকলেও প্রেমের জন্য ছুটে গিয়ে এক হওয়ার চেষ্টা করেন। এই বিষয়গুলো প্রেমের ক্ষেত্রে নতুন কোন কিছুই নয়। এভাবেই সাত সমুদ্র তেরো নদী পার হয়ে প্রেমের টানে এক বাঙালি মেয়েকে বিয়ে করতে ছুটে এলেন জার্মান যুবক ড্যানিয়েল। অবশেষে এক হয়ে গেল চার হাত।
জার্মানির ড্যানিয়েল ও হুগলির ত্রয়ী বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। হুগলি জেলার চুঁচুড়ার মহেশপুর গ্রামের কনে ত্রিয়া। ৮ বছর আগে কর্মসূত্রে জার্মানিতে গিয়েছিলেন ত্রিয়া। সেখানেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ত্রিয়া ও ড্যানিয়েলের পরিচয় হয়। এরপর তাদের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। কথাবার্তা চলছিল। এরপর ধীরে ধীরে বন্ধুত্ব থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরী হয়।
অবশেষে মঙ্গলবার দুই পরিবারের উপস্থিতিতে বাগদান উপলক্ষে লোকসংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার সন্ধ্যায় পাঞ্জাবি ধুতিতে বর হিসেবে হাজির হন ড্যানিয়েল। এভাবেই চার হাত এক হয়ে যায়। জার্মান বাসিন্দারা বরযাত্রী হিসেবে উপস্থিত ছিলেন। মহেশপুরে গ্রামীণ পরিবেশে বিয়ের অনুষ্ঠানে আয়োজন করা হয় নানা লোকসংস্কৃতি অনুষ্ঠান। সাওতালি নৃত্য, আদিবাসী নৃত্য ছাড়াও অন্যান্য নৃত্য পরিবেশন করেন।
এদিকে বিয়ে উপলক্ষে ড্যানিয়েভের মুখে কোনো বিরক্তি দেখা যায়নি। বরং সকাল থেকেই ঐতিহ্যবাহী বাঙালি ধুতি ও পাঞ্জাবি পরে হাসিমুখে সব কাজ সম্পাদন করেন ড্যানিয়েল। ড্যানিয়েল বাঙালী সংস্কৃতিতে মুগ্ধ ছিলেন। তিনি বলেন, “আমি এবং আমার পুরো পরিবার এই দেশের সংস্কৃতিতে মুগ্ধ। এটা আমার জন্য অবিশ্বাস্য ব্যাপার। এই বিয়ে আগামী দিনে দুই দেশের সম্পর্কের উন্নতি ঘটাবে।”
অন্যদিকে ত্রিয়া বলেন, “আমি কাজের জন্য ২০১৪ সালে জার্মানিতে গিয়েছিলাম। সেখানে একটি কোম্পানিতে ইন্টার্নশিপ করার সময় আমাদের দুজনের পরিচয় হয়। তারপর থেকে দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। এরপর ধীরে ধীরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ড্যানিয়েল দেখতে চেয়েছিলেন ভারতীয় বিয়ে কেমন হয়। আমি যখন সেখানে ছিলাম তখন জার্মানির সংস্কৃতি বুঝতে পেরেছিলাম। জার্মান সংস্কৃতির সঙ্গে অনেক পরিচিতি। জার্মানি থেকে যারা এসেছেন তাদের এখানে আসতে ১৭-১৮ ঘণ্টা সময় লেগেছে।”
শুধু ভারতে নয় বাংলাদেশেও প্রেমের টানে ছুটে এসেছেন বিভিন্ন দেশের তরুণ-তরুণীরা। তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার জীবন শুরু করেছেন। তবে ড্যানিয়েল এবং ত্রয়ীর দাম্পত্য জীবন সুখী হবে এমনটাই জানিয়েছেন দুই পরিবারের সদস্যরা। অনেকদিন ধরে একে অপরকে ভালোবেসে ঘর বেঁধেছিলেন, অবশেষে স্বপ্ন পূরণ হলো তাদের।