Saturday , January 11 2025
Breaking News
Home / Countrywide / এবার প্রেমের টানে বাংলাদেশে থাইল্যান্ডের সুন্দরী তরুনী, প্রেমিককেই করলেন বিয়ে

এবার প্রেমের টানে বাংলাদেশে থাইল্যান্ডের সুন্দরী তরুনী, প্রেমিককেই করলেন বিয়ে

বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমের কল্যানে বিদেশী তরুন-তরুনীদের সাথে সম্পর্ক গড়ে উঠছে দেশের তরুন-তরুনী। সেই সম্পর্ক অনেক সময় প্রেম পর্যন্ত গড়াচ্ছে। অনেক তরুন-তরুনী ছুটে আসছে বাংলাদেশে এবং বিবাহ বন্ধনে আবদ্ধও হচ্ছে। এবার তেমনই একটি ঘটনা ঘটলো চট্টগ্রামের চন্দনাইশে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ফে”সবুকে বাংলাদেশি তরুণ আকাশ বড়ুয়ার সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই প্রেমের টানে বিয়ে করতে চট্টগ্রামের চন্দনাইশে ছুটে এসেছেন থাইল্যান্ডের তরুণী বুলিকা সালানগার্ম (২৫)।

এক মাসের ভিসা নিয়ে বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) বাংলাদেশে আসেন বুলিকা। একই দিনে রাতে পূর্ব জোয়ারা শ্রদ্ধানন্দ বিহারে বুলিকা ও আকাশের বিয়ে হয়। পরদিন শুক্রবার (২৭ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বুলিকাকে ঘরে তুলে নেওয়া হয়। ভালোবাসার টানে সুদূর থাইল্যান্ড থেকে ছুটে আসা বুলিকা ও বাংলাদেশের আকাশের বিয়ে ও তাদের দুজনকে দেখতে বাড়িতে ভিড় করছেন স্থানীয়রা।

এ প্রসঙ্গে আকাশ বড়ুয়া শনিবার (২৮ জানুয়ারি) জানান, পাঁচ বছর আগে সামাজিক যোগাযোগ মাধ্যম ফে”সবুকে বুলিকার সঙ্গে তার পরিচয় হয়। এক বছর আগে তিনি থাইল্যান্ডে গিয়েছিলেন। সেখানে একই কোম্পানিতে চাকরি করতেন বুলিকা। বুলিকা চাকরির পাশাপাশি এলএলবি সম্পন্ন করেন। এরপর তারা বিয়ের সিদ্ধান্ত নেন। অবশেষে বুলিকা তার পরিবারের সাথে আলোচনা করে বাংলাদেশে চলে আসেন।

তাদের এই বিয়েতে পরিবারের সবাই খুশি। পরিবারের সদস্যরা জানিয়েছেন বুলিকা বেশ ভালো একটি মেয়ে। তার মানসিকতা বেশ ভালো দেখা যাচ্ছে। তবে অনেকে বলেছেন এই বিবাহিত সম্পর্ক অটুট থাকবে এমনটিও অনেক সময় দেখা যায় না।

About bisso Jit

Check Also

জামায়াত টাকা দেয়, তাই আমরা বিএনপির বিরুদ্ধে বলি: পিনাকী ভট্টাচার্য

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিদিনই নানা ঘটনা আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছে। এই ডিজিটাল যুগে অনলাইন প্ল্যাটফর্মগুলোতে আলোচিত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *