ভালোবাসার টানে মানুষ সব কিছু ছেড়ে পৃথিবী এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে আসে। ভালোবাসার মানুষকে পেতে কত কিছুই না করে তা আবারও প্রমাণ করলো ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা। বাংলাদেশী তরুণী রত্না রানীর প্রেমের টানে সুদূর ইতালি থেকে বাংলাদেশের ঠাকুরগাঁওয়ে আসেন। ধর্মীয় রীতি অনুযায়ী বিয়ে করেন ভালোবাসার মানুষ রত্না রানী দাসকে এই ইতালিয়ান যুবক।
প্রেমের টানে ঠাকুরগাঁওয়ে বিয়ে করেছেন ইতালিয়ান যুবক আলিসেন্ড্রা ছাছিয়া ছিয়ারোমোন্ডা।
গতকাল সোমবার (২৫ জুলাই) রাতে সনাতন ধর্মের রীতি অনুযায়ী বিয়ে হয় তাদের। কনে ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীর দিনমজুর মার্কাস দাসের মেয়ে রত্না রানী দাস।
উপজেলার চাড়োল ইউপি চেয়ারম্যান দিলীপ কুমার চ্যাটার্জি বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।
কনের বাবা মার্কাস দাস বলেন, আমি খুব গরিব মানুষ। ইতালীয় নাগরিক আমার বাড়িতে এসেছেন। প্রথমে আমি এটা নিয়ে শঙ্কিত হলেও এখন বেশ আনন্দ লাগছে। মনে হচ্ছে যোগ্যপাত্রে কন্যা দান।
কনে রত্না রানী দাস বলেন, আমাদের প্রেম বিয়েতে পরিণত হয়েছে। এর চেয়ে সুখের আর কিছু হতে পারে না। আমাদের আশীর্বাদ করুন।
স্থানীয় কানু রায় জানান, বিয়েতে আমরা অনেক আনন্দ করেছি। বিদেশ থেকে কেউ এসে বিয়ের ঘটনা গ্রামে এই প্রথম।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম ডন জানান, ইতালির নাগরিক এসে বিয়ে করেন। আমরা শোনার মাত্রই সেখানে পূর্ণ নিরাপত্তা দিয়েছি।
প্রসঙ্গত, প্র্রেমের সম্পর্কে জড়িয়ে বাংলাদেশে আসেন ওই ইতালিয়ান যুবক। পরে ভালোবাসার মানুষকে বিয়ে করেন ওই যুবক হিন্দু রীতি অনুসারে। এতে কনের পরিবার পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনন্দের প্রকাশ করা হয়।