প্রেমের টানে অনেক যুবক-যুবতি ঘর ছেড়ে পালিয়ে যায়। জাত ধর্ম ভূলে জীবন সঙ্গিকে পাবার আসায় ঘর ছেড়েছে এমন লোকের সংখ্যা কম নয়। সম্প্রতি প্রেমের জেরে সেই সুদুর যুক্তরাষ্ট্র থেকে ছুটে এসেছে যুবক। যে ঘটনা সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইনস্টিটিউট অব নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স থেকে সদ্য স্নাতকোত্তর শেষ করা ফৌজিয়া হাসান অনন্যার প্রেমের টানে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে এসেছেন রোডলফো আন্তোনিও পেজ নামের এক যুবক।
শুক্রবার (২৯ জুলাই) রাতে রাজধানীর একটি বাংলামোটর রেস্তোরাঁয় তাদের বিয়েও হয়। এ কারণেই মার্কিন তরুণরা ধর্মান্তরিত হন।
২০২০ সালে সারা বিশ্বের ছড়িয়ে পড়া রোগের বচরনের সময় সোশ্যাল মিডিয়ায় অনন্যা এবং অ্যান্টোনিওর দেখা হয়। তারপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। অবশেষে নানা বাধা বিপত্তি পেরিয়ে বিয়ে করে ঘর বাঁধেন এই দম্পতি।
বগুড়ার মেয়ে ফৌজিয়া হাসান অনন্যা বড় হয়েছেন ঢাকার রামপুরায়। অন্যদিকে ছেলে রোডলফো আন্তোনিও পেজ থাকেন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিয়ামিতে। বর্তমানে যুক্তরাষ্ট্রে একটি প্রতিষ্ঠানে কর্মরত।
এর আগেও অনেক যুবক যুবতি প্রেমের টানে নেজের ধর্ম দেশ জাতির ভেদের তোয়াক্কা না করে ছুটে এসেছে বাংলাদেশে। এছাড়া এ দেশ ছেড়ে ভিন্নদেশের ছুটে যাওয়ার ঘাটনাও গনমাধ্যমে উঠে এসেছে।