সম্প্রতি গত কয়েক আগেই বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী মাহিয়া মাহীর সঙ্গে কুরুচিপূর্ণ কথাপোকতনের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই রীতিমতো ফেঁসে যান ডা. মুরাদ হাসান। আর এরপর পরই প্রতিমন্ত্রীর পদ থেকে সরে যেতে হয় তাকে।
তবে বেশ কিছুদিন হলো নেই কোনো আলোচনায়, নেই সংবাদ মাধ্যমের শিরোনামেও।
জামালপুরে নিজ বাসায় দিন কাটাচ্ছেন মুরাদ হাসান।
এবার জামালপুরের স্থানীয় তিন যুবককে সাইকেল উপহার দিয়ে আবারও আলোচনায় এসেছেন এই সংসদ সদস্য।
জানা গেছে, পবিত্র হজ পালনে সৌদি আরব যেতে ইচ্ছুক এই তিন যুবককে সাইকেল দিয়েছেন ডা. মুরাদ।
বিষয়টি নিয়ে মুরাদ হাসান তার ভেরিফায়েড ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। শুক্রবার রাতে মুরাদ তার অফিসে ওই তিন যুবকের তোলা কিছু ছবি আপলোড করেন।
ক্যাপশনে তিনি লিখেছেন, যৌবনে ভরপুর এই তিন যুবক সাইকেলে করে সৌদি আরবে পবিত্র হজ পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এই পবিত্র নিয়তি পূরণে সব ধরনের সহযোগিতা করছি। আমার নির্বাচনী এলাকার এই তিন যুবক যাতে নিরাপদে সাইকেল যোগে সৌদি আরবে পৌঁছাতে পারে এবং পবিত্র হজ পালন করে দেশে ফিরতে পারে সেজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন।
ধর্মীয় কাজে এমন সহযোগিতা করায় অনেকেই মুরাদের প্রশংসা করছেন।
এর আগে চলতি বছরে গত ১৩ মে নিজ বাসায় মাথায় সিলিংফ্যান পড়ে গুরুতর আহত হন মুরাদ হাসান। আর নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ আলোচনায় আসেন তিনি।