ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ও হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আদম তমিজি হক ধর্ম ও ব্যবসায়িক কাজে মনোযোগ দেওয়ায় বাংলাদেশে আওয়ামী লীগের সব পদ থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন।
শনিবার (৩০ সেপ্টেম্বর) তিনি দলীয় সভানেত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে করা আবেদনের অনুলিপি ফেসবুকে শেয়ার করেন।
আবেদনে আদম তমিজি হক লিখেছেন, ‘মাননীয় সভানেত্রী, যথাযথ সম্মানের সাথে, আমি আদম তমিজি হক, আমি গত সাত বছর ধরে বাংলাদেশ আওয়ামী লীগের সাথে কাজ করছি এবং দলের উন্নয়নমূলক কাজে সাধ্যমত অবদান রেখেছি। এরই ধারাবাহিকতায় আমি বাংলাদেশ আওয়ামী লীগের প্রাথমিক সদস্য এবং ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্যপদ অর্জন করি।
তিনি লিখেছেন, মাননীয় সভানেত্রী আমি বর্তমানে আমার পরিবার নিয়ে সৌদি আরবে বসবাস করছি তাই রাজনীতির সঙ্গে যুক্ত থাকা আমার পক্ষে সম্ভব নয়। আমি আমার বাকি জীবন দ্বীন ও ব্যবসার পথে মনোনীবেশ করতে চায়। তাই বাংলাদেশ আওয়ামী লীগের সকল পদ থেকে অব্যাহতি চাচ্ছি।
এর আগে গত ১৭ সেপ্টেম্বর ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সদস্য আদম তমিজি হককে দল থেকে স্থায়ী বহিষ্কারের সুপারিশের কথা জানানো হয়।
ওইদিন ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমান জানান, কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে বলে জানিয়েছেন নগর আওয়ামী লীগ নেতারা।
তবে তার আগেই দলের সব পদ থেকে অব্যাহতির আবেদন করেন আদম তমিজি হক।