বাংলাদেশের রাজনীতিতে বিএনপি মাথা ছাড়া দিয়ে উঠেছে। তারা সারা দেশে একে একে করছে বৃহত্তর সমাবেশ। আর এই সমাবেশ দিয়েই নিজেদের চাঙ্গা করে নিচ্ছে তারা। এ দিকে এবার এ নিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন প্রধানমন্ত্রীর সাবেক প্রেস সচিব আশরাফুল আলম খোকন। পাঠকদের উদ্দেশ্যে তার সেই লেখনী তুলে ধরা হল হুবহু:-
জনসভায় যোগ দিতে প্রায় ৩০ কিলোমিটার পথ পারি দিয়েছেন ৮০ বছরের বৃদ্ধ।
বাস,ট্রাক যানবাহন না পেয়ে প্রায় ১০০ কিলোমিটার পথ লুকিয়ে তারা জনসভায় এসেছেন।
পথে বাধাপ্রাপ্ত হবেন এই আশংকায় দুইদিন আগেই জনসভার পাশে অবস্থান নিয়ে লঙ্গরখানা খুলেছেন তারা।
বিএনপির বিভাগীয় সমাবেশকে ঘিরে পত্রিকা – টেলিভিশনের সংবাদগুলো এইরকমই।ক্রিকেট খেলায় যেমন প্রতি বলে বলে ধারাভাষ্য চলে, অধিকাংশ মিডিয়াতে তিন/চারদিন আগে থেকেই ঘন্টায় ঘন্টায় এই রকম সমাবেশভাষ্য চলছে।
বলা যায়, এক্ষেত্রে সমাবেশের আগেই বিএনপি সফল।এই সফলতায় কৃতিত্ব বিএনপির চেয়ে সরকারেরই বেশি। জনগন মনে করে, রাজনৈতিক দল সমাবেশ করবে এটাই স্বাভাবিক। সমাবেশ বড় কিংবা ছোট- এর প্রচারিত সংবাদে তাদের মধ্যে খুব একটা আবেদন তৈরী করেনা। কিন্তু, ঐসব ধরণের সংবাদ জনগণের মাঝে আবেদন তৈরী করে, সাড়া জাগায়।জনসভার দ্বিতীয় সারির এইসব শত নেতার বক্তব্যে ভোটও বাড়ে না,সরকারেরও পতন হয়না।
প্রসঙ্গত, আজ দেশের আরেক বৃহত্তর নগরী রংপুরে সমাবেশ করছে বিএনপি। আর এই সমাবেশ ঘিরে ইতিমধ্যে নানা ধরনের অস্থিরতা শুরু হয়েছে সেখানে।