সম্প্রতি চট্রগ্রামের সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় যেন শোকের কালো ছায়া নেমে এসেছে সারা-দেশজুড়েই। এ ঘটনায় মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৪১ জনে, এবং আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন চার শতাধিক। এছাড়াও এখনো খোঁজ মেলেনি অনেকেরই। তবে এ অবস্থায় তারকাদের পাশাপাশি চুপ করে বসে থাকতে পারেননি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের তারকারাও।
সেই ধারাবাহিকতায় এবার সে দলে যোগ দিলেন টাইগার পেসার রুবেল হোসেনও।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আগুন নেভানোর জন্য উন্নত যন্ত্রপাতি কেনার আবেদন জানিয়েছেন তিনি। সরকারের অর্থ নয়, সাধারণ জনগণের অর্থে এই যন্ত্রপাতি কেনার আহবান রুবেলের।
আজ (৬ জুন) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে রুবেল প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে এক বার্তায় জানিয়েছেন রুবেল।
রুবেল লিখেছেন, ‘মাননীয়_প্রধানমন্ত্রী
অনুগ্রহ করে বাংলাদেশ ফায়ার সার্ভিসকে একটি ব্যাংক অ্যাকাউন্ট খোলার নির্দেশ দিন।
আমরা সারা দেশের মানুষ সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমা করব, আমরা যা পারি দেব। ১০0, ১০০, ১০০০ বা ১০,০০০ টাকা করে। অগ্নিনির্বাপণের আধুনিক যন্ত্রপাতি কিনতে দেশের জনগণের টাকা ব্যবহার করা হবে।
যেহেতু আমরা নিজেদের টাকায় আমাদের স্বপ্নের ‘পদ্মা সেতু’ তৈরি করতে পেরেছি, আমরাও আমাদের নিজস্ব টাকায় উন্নত যন্ত্রপাতি কিনতে পারি, দয়া করে আমাদের সেই সুযোগ দিন।
এদেশের মানুষ বিপদে-আপদে মানুষের পাশে দাঁড়ায়। এর নাম সোনার বাংলাদেশ। ‘
অত্যাধুনিক যন্ত্রপাতির অভাবে বাংলাদেশে দাবানল স্বাভাবিকের চেয়ে বেশি ছড়িয়ে পড়েছে। যা দেখা গেছে বনানী, পুরান ঢাকা কিংবা এই সীতাকুণ্ডে অগ্নিকাণ্ডের ঘটনা।
এদিকে এর আগে সীতাকুণ্ডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আহত রোগীদের দেখতে যান স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এ সময়ে অনেকটা হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, এ ঘটনায় কারো বিন্দুমাত্র দায় থাকলে, তাকে আইনের আওতায় আনা হবে।