ফেসবুকে বিতর্কিত পোস্ট এবং ছাত্র আন্দোলনে শহীদ আবু সাইদকে ‘সন্ত্রাসী’ বলে উল্লেখ করার কারণে তীব্র সমালোচনার মুখে পড়া নির্বাহী ম্যাজিস্ট্রেট তাপসী তাবাসসুম ঊর্মি সাময়িক বরখাস্ত হয়েছেন। এছাড়া, ফেসবুকে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে কটূক্তি করার বিষয়টিও তাকে সমালোচনার কেন্দ্রবিন্দুতে এনেছে। ঊর্মি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অনবরত লিখে গেছেন এবং সেসময় সামাজিক মাধ্যমে তার নানা ধরনের পোস্ট দেখা গেছে।
তাপসী ঊর্মি সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী ছিলেন এবং ছাত্র আন্দোলনের বিপক্ষে ছিলেন। তিনি গণজাগরণ মঞ্চেও নেতৃত্ব দিয়েছেন। ২০২২ সালে ঊর্মি সরকারি চাকরিতে যোগ দেন এবং লালমনিরহাট জেলা প্রশাসনের সহকারী কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে, সাম্প্রতিক কাণ্ডের কারণে তাকে রংপুর বিভাগে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, ঊর্মিকে ৬ অক্টোবর থেকে তার নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে। এর আগে তাকে ওএসডি করা হয়েছিল।
তাপসী ঊর্মির ফেসবুক পোস্টে দেখা গেছে, তিনি ক্ষমতাচ্যুত সরকারের পক্ষে অবস্থান নিয়ে নানা মন্তব্য করেছেন। বিশেষ করে, আওয়ামী লীগের পক্ষে তার কড়া অবস্থান লক্ষ করা গেছে। তিনি ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে একটি পোস্ট দিয়েছিলেন, যা নিয়ে দেশজুড়ে সমালোচনা শুরু হয়। গণমাধ্যমে তিনি জানান, এসব পোস্ট তিনি নিজেই দিয়েছেন এবং এ বিষয়ে কোনো মন্তব্য করতে ইচ্ছুক নন।
ঊর্মি নেত্রকোনা জেলার মেয়ে এবং তার বাবা একজন অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী। মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ঊর্মি দুই বোন এবং এক ভাইয়ের মধ্যে বড়। তার ছোট ভাই বর্তমানে জার্মানির একটি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছেন। পরিবারটি দীর্ঘদিন ধরে ময়মনসিংহে বসবাস করছে, যদিও তাদের রাজনৈতিক কোন সম্পৃক্ততার তথ্য জানা যায়নি।