সম্প্রতি একটি ঘটনাকে কেন্দ্র করে ইডেন কলেজে ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিনের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়ে এক ছাত্রী। এরপর তাকে ফোনে অকথ্য ভাষায় গালিগালাজ করে জেসমিন। জেসমিনের অডিও ফোন করে রেকর্ড করে রাখে ওই ছাত্রী। এরপর সেটি ছড়িয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমে।
সম্প্রতি ইডেন কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন নদীর সেই অডিও রেকর্ড ভাইরাল হয়েছে। এতে হলওয়ের শিক্ষার্থীদের একটি ঘরে ডেকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায়।
সেই কলের রেকর্ড ফাঁ’স হওয়ার পর তামান্নাহ জেসমিন রিভা ফে’ সবুক পোস্টের মাধ্যমে ক্ষমা চেয়েছেন। ওই পোস্টে তিনি লিখেছেন, ‘ইডেন কলেজ ছাত্রলীগের প্রতিটি কর্মীর সঙ্গে আমার আত্মার সম্পর্ক রয়েছে। তারা আমার পরিবারের সদস্য মাত্র। আমি স্বীকার করছি যে আমি দায়বদ্ধতার জায়গা থেকে এমনকি একটি ব্যক্তিগত পরিবেশেও অশালীন ভাষা ব্যবহার করার জন্য দোষী ছিলাম। বাংলাদেশ ছাত্রলীগ আমাকে সেভাবে শেখায় না তাই সংগঠনের কাছে ক্ষমা চাইছি।
১০ ঘণ্টায় দুই হাজারেরও বেশি মানুষ ওই রাজ্যে প্রতিক্রিয়া জানিয়েছেন। 88 জন মন্তব্য করেছেন এবং ১১ জন শেয়ার করেছেন৷
এর আগে গতকাল জাগো নিউজে ‘এক পায়ে পাড়ায়ে আরেক পা টিয়েনা ছিড়া ফেলমু’ শিরোনামে একটি গল্প প্রকাশিত হয়।
অডিও সম্পর্কে জানতে চাইলে তামান্নাহ জেসমিন রিভা শুক্রবার রাতে এক সংবাদ মাধ্যমকে বলেন, “মেয়েরা শো তে যায়নি। তাই তোমাকে একটু বলতে এসেছিলাম। আমি তাদের রুম থেকে বের করে দেওয়ার কথা বলছি কারণ তারা ও অনুষ্ঠানে যায়নি। এখন সাংবাদিকরা এ বিষয়ে রিপোর্ট করলে আর কী বলার আছে? সেলুন ম্যানেজমেন্ট সবাইকে রুম চেঞ্জ করতে পারবে না। এটা আমার রক্ষণাবেক্ষণ রুম। আমি এখানে যতটা সম্ভব পরিবর্তন করব। এটা আমার এখতিয়ার।
এ ঘটনায় ছাত্রীকে হেনস্তা করার অভিযোগে ইডেন কলেজের সভাপতি তামান্না জেসমিনের বিরুদ্ধে কোন প্রকার আইনি সিদ্ধান্ত নেওয়া হয়েছে কিনা সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় ওই কলেজ শিক্ষার্থীর পরিচয় এখনো পাওয়া যায়নি। এঘটনায় নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক ছাত্রী জানিয়েছে, ক্ষমতাসীন হয় নিজের আধিপত্য বিস্তার করতে চাই তামান্না জেসমিন। আমরা তাকে আইনের আওতায় নিয়ে দৃষ্টান্ত স্বাস্তির দাবি জানাই।