সম্প্রতি হঠাৎ করে কাউকে কিছু না বলেই নিখোঁজ হয় ওই কলেজ ছাত্রী। পরে তার পরিবার তাকে বিভিন্ন স্থানে সন্ধান করতে থাকে। কিন্তু দীর্ঘ দিন তার সন্ধান না পেয়ে অবশেষে সংবাদ সন্মেলন করে তার মা। সংবাদ সন্মেলনের মাধ্যমে তার মা প্রধানমন্ত্রীর কাছে তার মেয়ে সন্ধানের আঁকুতি জানায়। পরে জানা যায় ওই কলেজ ছাত্রী নিজের ইচ্ছায় বাসা ছাড়ার তথ্য জানা যায়। অবশেষে কলেজছাত্রী ইয়াশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হল।
দুই মাস ধরে নিখোঁজ আলোচিত কলেজছাত্রী ইয়াশা মৃধা সুকন্যাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। মধ্যস্থতা করেছে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম।
সংবাদ সম্প্রচারের পর মঙ্গলবার (২৩ আগস্ট) দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের কার্যালয়ে ব্যক্তিগতভাবে হাজির হন ইয়াশা। কিন্তু শারীরিক অসুস্থতার কারণে তার মা আসেননি।
উল্লেখ্য, ২৩ জুন পরীক্ষার পর বাড়ি ফেরেননি ইয়াশা। বিষয়টি জানতে পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করা হয়। সম্মেলনে ইয়াশার মা নাজমা ইসলাম লাকী বলেন, আমি কারো বিচার চাই না, আমি শুধু আমার মেয়েকে ফিরে পেতে চাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একজন মা আমি তার কাছে আকুল আবেদন করছি আমার মেয়েকে ফেরানোর ব্যবস্থা করার জন্য।
মায়ের দায়ের করা মামলায় বন্ধু ইসতিয়াকসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। তবে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের তদন্তে জানা গেছে, ইয়াশা স্বেচ্ছায় বাড়ি ছেড়েছেন।
“তিনি বলেন, আমি বাসায় ফিরে যেতে চাই না, কারণ আমি সেখানে নিরাপত্তাহীনতায় ভুগি। কোন সময় আমাকে মে/রে ফেলবে আমি জানি না।
তবে সব নাটকীয়তার অবসান ঘটিয়ে দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যমের মধ্যস্থতা ইয়াশাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
প্রসঙ্গত, পারিবারিক সমস্যার কারনে এ ঘটনা ঘটায় ওই ছাত্রী। পরে নিজের সিদ্ধান্তেই তিনি বাসায় ফিরতে চেয়েছেন বলে সংবাদকর্মীরা জানাই।