সম্প্রতি এক নারী পদ্মা সেতুর টোল প্লাজার সামনে সন্তান দিয়েছেন। যে ঘটনা যোগাযোগ মাধ্যম ও গন মাধ্য খুব দ্রুত ছড়িয়ে পড়ে। রীতিমত যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্যের ঝড় উঠে।
ঘটনাটি ঘটেছে গত সোমবার (৪ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে শরীয়তপুরের জাজিরা পাশের টোল প্লাজার সামনে ফায়ার সার্ভিসের একটি কক্ষে ওই সন্তানের জন্ম হয়। মায়ের নাম হাসি বেগম। তিনি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিষর্শমী গ্রামের আলী হাসানের স্ত্রী।
পদ্মা সেতু (দক্ষিণ) থানা সূত্রে জানা গেছে, সকালে বাসা থেকে হাসি বেগমকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পদ্মা সেতুর টোল প্লাজার সামনে এসে প্রসব বেদনা অনুভব করেন। পরে তিনি পদ্মা সেতুর জাজিরা প্রান্তে ফায়ার সার্ভিসের একটি কক্ষে সন্তান প্রসব করেন।
পদ্মা সেতু (দক্ষিণ) থানার ওসি শেখ মোস্তাফিজুর রহমান বলেন, ‘সকালে একজন ধাত্রীকে বাড়ি থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। পরে পদ্মা সেতুতে এলে ওই নারীর প্রসব যন্ত্রণা শুরু হয়। সেখানে তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। আমরা তাকে বাড়িতে নিয়ে যাই।
এই ঘটনা মা ও সন্তান উভই সুস্থ আছেন। অনেক নেটিজেন তাদের যোগাযোগ মাধ্যমের পোষ্টে ওই মা ও সন্তানের দোয়া কামনা করে স্টাটাস দিতে লক্ষ্য করা যায়।
https://youtu.be/bi2fCXmrNzE