বর্ন্যাঢ্য আয়োজনের মাধ্যমে পদ্মা সেতুর উদ্বোধন করলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিভিন্ন বাধা বিপত্তিকে পেছনে ফেলে প্রধানমন্ত্রীর সাহসি উদ্যোগ পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন হয়েছে। পদ্মা সেতুর মাধ্যমে দেশের ব্যবসা-বাণিজ্যের দ্বার উন্মুক্ত হবে বলে উদ্বোধনকালে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের পরের দিন থেকে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয় সেতু। এবার যান চলাচলের টোল আদায়ে যে রেকর্ড হল পদ্মা সেতুতে।
পদ্মা সেতুতে একদিনে রেকর্ড পরিমাণ টোল আদায় হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় পদ্মা সেতু থেকে টোল আদায় হয়েছে ৪ কোটি ১৯ লাখ ৩৯ হাজার ৬৫০ টাকা।
পদ্মা সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী দেওয়ান আবদুল কাদের এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ পর্যন্ত একদিনে সেতুতে এটি সর্বোচ্চ টোল আদায়।
তিনি আরও জানান, ২৪ ঘণ্টায় মোট ৩১ হাজার ৭২৩টি যানবাহন পদ্মা সেতু পারাপার হয়েছে, যার মধ্যে ২৯ হাজার ৬৬৭টি গাড়ি মাওয়া সীমান্ত অতিক্রম করেছে। সে প্রান্তে টোল আদায় হয় ২ কোটি ৪৭ লাখ ৫০ হাজার ৩৫০ টাকা।
একই সময়ে জাজিরা প্রান্ত থেকে গাড়ি পার হয়েছে ১২ হাজার ৫৬টি। এ থেকে টোল আদায় হয়েছে ১ কোটি ৭১ লাখ ৮৯ হাজার ৪০০ টাকা।
২৬ জুন চালু হওয়ার পর পদ্মা সেতুতে সর্বোচ্চ টোল আদায় হয় ১ জুলাই। ওইদিন সেতুতে ৩ কোটি ১৬ লাখ ৫৩ হাজার ২০০ টাকা টোল আদায় হয়। ওই দিন পদ্মা সেতু পার হওয়া যানবাহনের সংখ্যা ছিল ২৬ হাজার ৩৯৮টি।
প্রসঙ্গত, উদ্বোধনের পর থেকে সর্বোচ্চ টোল আদায় হয় এ দিন। এর আগে ১ জুলাই সর্বোচ্চ টোল আদায় হরেও সে রেকর্ড ছাড়িয়ে যায় শুক্রবার।