সব বাধা অতিক্রম করে অবশেষে উদ্বোধন হল পদ্মা সেতুর। অসিম সাহসিকতার পরিচয় দিয়ে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প বাস্তবায়ন করলেন প্রধামন্ত্রী শেখ হাসিনা। স্বপ্নের পদ্মা সেতু তৈরী মাধ্যমে দেশের নতুন এক অধ্যায় রচিত হল। সেতু উদ্বোধনের পর থেকে উৎসুক জনতা ভিড় যেন থামছেই না। এবার উৎসুক জনতা নিয়ম ভেঙ্গে নানা কর্মকান্ডে লিপ্ত নিয়ন্ত্রনে যা করল প্রশাসন।
পদ্মা সেতুতে দাঁড়িয়ে ছবি বা ভিডিও তোলাসহ নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে স্থানীয় প্রশাসন।
রোববার (২৬ জুন) বিকেলে পদ্মা সেতুতে নিয়ম ভঙ্গ করায় বেশ কয়েকজনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কামরুল হাসান সুহেল এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
প্রত্যক্ষদর্শীদের মতে, যারা পদ্মা সেতু পায়ে হেঁটে পার হচ্ছিলেন এবং গাড়ি বা মোটরসাইকেল থেকে ছবি ও ভিডিও তোলাসহ ট্রাফিক আইন অমান্য করছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
জরিমানাকৃত জসিম জানান, তিনি ও তার পরিবার ইলিশ পরিবহনের বাস থেকে নেমে পায়ে হেঁটে পদ্মা সেতু পার হচ্ছিলেন। এ সময় ইউএনও ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ২০০ টাকা জরিমানা করেন এবং ভবিষ্যতের জন্য সতর্ক করেন।
প্রসঙ্গত, নিময় ভেঙ্গে পদ্মা সেতু নানা কর্মকান্ডে জড়িয়ে পড়ায় তাদের বিরুদ্ধে আইনে ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। নিয়ম ভঙ্গকারীকে বিরুদ্ধে নানা রকম ব্যবস্থা নিচ্ছে প্রশাসন।