ভারতে নির্বাসিত বাংলাদেশি আলোচিত লেখিকা তসলিমা নাসরিনকে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় অধিক সক্রিয় থাকতে দেখা যায়। তিনি প্রায়ই তার জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এই প্লাটফর্মে। সোশ্যাল মিডিয়ায় তিনি মাঝে মাঝে কিছু ভিন্ন ধরনের মন্তব্যের কারনে সংবাদ মাধ্যমের শিরোনামও হন। মাঝে মাঝে এই আলোচিত লেখিকা তার ব্যক্তিগত জীবন নিয়ে শিরোনামে আসেন।
কয়েকদিন আগে তসলিমা নাসরিনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে হাসপাতালে চিকিৎসা নিতে গিয়ে ভুল চিকিৎসার শিকার হয়েছেন বলে জানান। চিকিৎসকরা ভুল চিকিৎসা দিয়ে জীবনকে পঙ্গু করে দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
হাসপাতালে ভুল চিকিৎসা নেওয়ার তিক্ত অভিজ্ঞতার কথা বিভিন্ন স্ট্যাটাসে তুলে ধরেন তসলিমা। যা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচিত-সমালোচিত হয়। আর এবার বইমেলা নিয়ে কথা বললেন ফে”সবুকে। যেখানে তিনি নিজেকে জড়বস্তু হিসেবে উল্লেখ করেছেন।
সোমবার (৩০ জানুয়ারি) এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘কবি লেখকরা তাদের নতুন বইয়ের প্রচ্ছদ ফে”সবুকে শেয়ার করছেন। বইমেলায় বিক্রি হবে। এক সময় আমি যখন কবি লেখক ছিলাম, তখন আমার বই বের হতো।
তিনি আরও লিখেছেন, ‘আমি আর কবি-লেখক নই। আমি এখন একটা জড় বস্তু, যা দিয়ে জি”/হাদিরা জি”/হাদ করে, রাজনীতিবিদরা রাজনীতি করে, বুদ্ধিজীবীরা কানামাছি খেলে।’
তসলিমা নাসরিন একজন বিতর্কিত লেখিকা হিসেবে পরিচিত। তার লেখার বিষয়ের জন্য তিনি চাপের মুখে পড়ে বাংলাদেশ ছেড়ে ভারতে চলে যান এরপর সেখানে তিনি জীবন অতিবাহিত করছেন। তবে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে মাঝে মাঝে নিজের মনের কথা তুলে ধরছেন, যেটা নিয়ে মন্তব্য করছেন তার ভক্ত অনুরাগীরা।