Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / এবার নাসিক নির্বাচনকে ঘিরে শামীম ওসমানের পরিবারের নেতৃত্ব আলোচনায়

এবার নাসিক নির্বাচনকে ঘিরে শামীম ওসমানের পরিবারের নেতৃত্ব আলোচনায়

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন (নাসিক) নির্বাচন ঘিরে প্রার্থী ও তাদের কর্মী সমর্থকেরা শেষ দিকের প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন। তাই পৌর এলকার নির্বাচনের মাঠ সরগরম হয়ে উঠেছে। তবে দলের দুই হেভিওয়েট প্রার্থী সহ আলোচনায় রয়েছেন সাংসদ শামীম ওসমান। এই নির্বাচনে তার বিরুদ্ধেও অভিযোগ উঠতে শুরু করেছে। তবে এই অভিযোগ করা হচ্ছে খোদ আ.লীগের একটি অংশ থেকে যারা মেয়র প্রার্থী আইভী ও তার সমর্থক এবং কর্মীরা। যেটা নিয়ে সেখানকার স্থানীয় আওয়ামী লীগে কিছুটা বিভক্তি দেখা দিয়েছে, যেটা বর্তমান সময়ে অনেকটাই স্পষ্ট হয়ে উঠেছে। শামীম ওসমান আ.লীগের একজন নেতা যিনি দল থেকে মনোনয়ন পাওয়ার পর সাংসদ হিসেবে নির্বাচিত হয়েছেন। কিন্তু আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী বলেছেন ভিন্ন কথা। তিনি বলেন, ‘শামীম ওসমান ৩০ বছর ধরে একজন গডফাদার হিসেবে বিবেচিত।তৈমূর আলম খন্দকার স্বতন্ত্র হিসেবে নির্বাচনে এটা সঠিক নয়, তিনি শামীম ওসমান ও সেলিম ওসমানের সাজানো প্রার্থী।’

অন্যদিকে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান বলেছেন, ‘কোনো ব্যক্তিই শৃঙ্খলার ঊর্ধ্বে নন এবং কোনো অবস্থায় অপরিহার্যও নন। নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান নিশ্চিত হওয়া গেলে শামীম ওসমানের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী শনিবার সকালে ২৪ নম্বর ওয়ার্ড ও বিকালে ২৩ নম্বর ওয়ার্ডে প্রচারণা চালান। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী বহিষ্কৃত বিএনপি নেতা তৈমূর আলম খন্দকার সকালে সিদ্ধিরগঞ্জের ৯ নম্বর ওয়ার্ডসহ আশপাশের এলাকায় প্রচারণা চালান। সেলিনা হায়াৎ আইভী নৌকার পক্ষে বন্দরে প্রচারণাকালে শামীম ওসমানকে গডফাদার আখ্যায়িত করে বলেন, তৈমূর আলম খন্দকার শামীম ওসমান ও সেলিম ওসমানের প্রার্থী। উনি বিএনপির প্রার্থী নন, স্বতন্ত্র প্রার্থীও নন। তৈমূর আলম শুক্রবার বন্দরে সেলিম ওসমানের জাতীয় পার্টির চার জন চেয়ারম্যানকে নিয়ে প্রচারণা চালিয়েছেন। এতেই সারা নারায়ণগঞ্জে যে গু’ঞ্জন ছিল ‘তৈমূর আলম খন্দকার গডফাদার শামীম ওসমানের ক্যান্ডিডেট’ তা প্রমাণ হয়েছে।’

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী তৈমূর আলম খন্দকার বলেন, নৌকার প্রার্থী আমার জনপ্রিয়তায় ভী’ত হয়ে আবোল-তাবোল বকছেন। আমি কারো পায়ে হাঁটি না। তাকে (আইভী) নাকি কেউ সাপোর্ট দেয় না, এখানে আমি কী করব। তাদের এমপি, দলের নেতাকর্মীরা যদি তাকে সাপোর্ট না দেয় সেটা আমার করার কিছু নেই।

এদিকে শনিবার ছাত্রলীগের নারায়নগঞ্জ মহানগর কমিটি বিলুপ্ত করা হয়েছে। গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে ছাত্রলীগ শুধু মেয়াদোত্তীর্ণের বিষয়টি উল্লেখ করলেও সিটি নির্বাচনে মহানগর ছাত্রলীগ নৌকার প্রার্থীর পক্ষে কাজ না করায় কমিটি বিলুপ্তি করা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য। যদিও কয়েক দিন যাবত মহানগর ছাত্রলীগের নেতাকর্মীরা নৌকার পক্ষে প্রচারণা চালাচ্ছেন।

শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাব ভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ‘নৌকা নিয়ে যারা এমপি হয়েছেন তারা নৌকার পক্ষে কাজ না করলে তা নিজের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে। নৌকার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে।’ বিকালে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় যুবলীগের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলে শামস্ পরশ নৌকার পক্ষে প্রচারণাকালে বলেন, ‘উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে নৌকার বিজয়ের যেমন বিকল্প নাই, তেমনি সেলিনা হায়াৎ আইভীর কোনো বিকল্প নাই।’

এসময় সংগঠনের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন খান নিখিল, জেলা যুবলীগ সভাপতি শাহদাত হোসেন ভূঁইয়া সাজনুসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন। এদিকে সেলিনা হায়াৎ আইভী শামীম ওসমানকে গডফাদার বলার পর তার অনুসারীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। দুপুরে নাসিক নির্বাচন পরিচালনা কমিটির সদস্যরা প্রেসক্লাব ভবনে অবস্থিত একটি রেস্তোরাঁয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। এতে আব্দুর রহমান ছাড়াও বক্তব্য দেন জাহাঙ্গীর কবির নানক, আ ফ ম বাহাউদ্দিন নাসিম, এস এম কামাল, বি এম মোজাম্মেল হক প্রমুখ।

আইভির পক্ষে নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়া আওয়ামী লীগ নেতারা বলেন, আইভীর সাহসিকতার কারণে নগরবাসী তাকে গ্রহণ করেছে। সন্ত্রা’স, দুর্নীতির বিরুদ্ধে আইভী আপসহীন। নৌকা মার্কায় জয়লাভ করে এখন নৌকার বিরোধিতা করছে এমন এমপির তথ্য-উপাত্ত সংগ্রহ করা হচ্ছে। তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে। জাতীয় পার্টির এমপি প্রধানমন্ত্রীর দয়ায় এমপি হয়েছেন। প্রয়োজনে আমরা আলোচনা করে জোটগত অবস্থান পরিবর্তন করব। তবে দলে কোনো বিভক্তি নেই। নারায়ণগঞ্জের সব নেতাকর্মী ঐক্যবদ্ধ।

প্রসঙ্গত, শামীম ওসমান এবং আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভি রহমান এর মাঝে দীর্ঘদিনের দ্বন্দ্ব বিরাজ করছে। তাদের এই দ্ব’ন্ধের কারনে সেখানকার স্থানীয় আ.লীগের মধ্যে বিভাজন রয়েছে যেটা ক্ষমতাসীন দল আ.লীগের কারনে সামনে আসে না, এমনটাই জানিয়েছেন সেখানকার দলের কয়েকজন নেতা। তবে অনেকে মনে করেন, শামীম ওসমান এবং আইভীর ভেতরকার দ্বন্ধের কারনে নানা কথা শোনা যায় আ.লীগ নিয়ে, তার সব সঠিক নয়। তাই আইভি রহমান এবং শামীম ওসমান একই দলের হলেও তারা একে অপরের থেকে সমর্থন আশা করেন না। তবে নির্বাচন সুষ্ঠুভাবেই হোক এটাই কাম্য সেখানকার ভোটারদের। এখন সাধারণ ভোটাররা কাকে জয়ী করে সেই দিকে তাকিয়ে রয়েছে সেখানকার এবং দেশের জনগন।

About

Check Also

দেশের রিজার্ভ এখন কত, জানালো কেন্দ্রীয় ব্যাংক

দেশে প্রবাসী আয়ের প্রবাহ বৃদ্ধি পাওয়ায় বৈদেশিক মুদ্রার রিজার্ভ আবারও বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *