ঢাকা মহানগর গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান ডিআইজি হারুন অর রশিদ ঢাকাভিত্তিক কিশোরগঞ্জ সমিতির সভাপতি নির্বাচিত হয়েছেন। সেই সঙ্গে তৃতীয়বারের মতো এই দায়িত্ব পেলেন তিনি।
শনিবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে নরসিংদী হেরিটেজ রিসোর্ট মিলনায়তনে কিশোরগঞ্জ জেলা সমিতির দ্বিবার্ষিক সাধারণ সভা ও বার্ষিক ভোজসভায় এ ঘোষণা দেওয়া হয়। আগামী দুই বছরের জন্য এই কমিটি গঠন করা হয়েছে। কমিটি সর্বসম্মতিক্রমে ডিবি প্রধান হারুন অর রশিদকে সভাপতি ও শিল্পপতি তোফায়েল কবির খানকে সাধারণ সম্পাদক করে।
বৃহত্তর ময়মনসিংহ সমিতির সভাপতি পীরজাদা হারুন-অর রশিদ নির্বাচন পরিচালনা করেন। এর আগে ডিআইজি হারুন অর রশিদের সভাপতিত্বে সাধারণ সভা শুরু হয়। সভায় বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য রেজওয়ান আহমেদ তৌফিক, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান, সমিতির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার ইউসুফ, নতুন সাধারণ সম্পাদক তোফায়েল কবির খানসহ আরও অনেকে।
সভা শেষে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। এর আগে সকালে ঢাকা থেকে আসা কিশোরগঞ্জ সমিতির সদস্যরা পরিবার-পরিজন নিয়ে হেরিটেজ রিসোর্টে প্রাকৃতিক-কৃত্রিমভাবে তৈরি করা সুন্দর পরিবেশ উপভোগ করেন।