হঠাৎই সমগ্র দেশ জুড়ে নতুন নির্বাচন কমিশন গঠন নিয়ে বেশ তর্ক-বির্তক সৃষ্টি হয়েছে। সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠন হবে বলে জানিয়েছে আওয়ামীলীগ দল। অবশ্যে এই বিষয়ে দ্বীমত পোষন করেছে জাতীয়তাবাদী রাজনৈতিক দল বিএনপি। তবে এবার এই নির্বাচন কমিশন গঠন পদ্ধতি জানালেন আইনমন্ত্রী আনিসুল হক।
সার্চ কমিটির মাধ্যমে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠন করা হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি জানান, করোনার কারণে এখন নতুন আইন করে ইসি গঠনের সুযোগ নেই। বৃহস্পতিবার (৭ অক্টোবর) দুপুরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ক্যাম্পাসে ‘শেখ মুজিব সহস্রাব্দের শ্রেষ্ঠ বাঙালি স্মারক গ্রন্থ’ এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান হয়। সেখানে এ কথা জানান আইনমন্ত্রী।
কিছু দিন আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতাকর্মীদের আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি গ্রহনের আহ্বান জানিয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী নির্বাচনকে ঘিরে সরব হয়েছে দেশের সকল রাজনৈতিক দল গুলো। ইতিমধ্যে দেশের রাজনৈতিক গুলো আগামী নির্বাচন সুষ্ঠ এবং নিপেক্ষতার তাগিদে বেশ কিছু দাবিও জানিয়েছে।