সম্প্রতি মিয়ানমারের আধ্যন্তরে বিভিন্ন বিদ্রোহী গোষ্ঠির সাথে সংঘাতের কারনে তাদের ছোড়া ম/র্টার শেল ও গু/লি বাংলাদেশের ভিতরে পড়ছে। এ বিষয় নিয়ে বেশ কয়েক বার তলব করা হয়েছে মিয়ানমারের রাষ্ট্রদূতকে। এ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছেন কোন সংঘাতে জড়াবে না বাংলাদেশে। শান্তিপূর্ন ভাবে এ বিষয়ে সমাধান করতে চায় বাংলাদেশ।
বাংলাদেশে মর্টার শেল পড়ার প্রতিবাদ জানাতে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছিল পররাষ্ট্র মন্ত্রণালয়ে। তলব শেষে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হওয়া এড়াতে দৌড়ে গাড়িতে ওঠেন রাষ্ট্রদূত। রবিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ ঘটনা ঘটেছে।
আজ রোববার (১৮ সেপ্টেম্বর) সকালে তাকে তলব করা হয়।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তে ম/র্টার শেল পড়ার ঘটনায় তাকে তলব করা হয়।
এর আগে গত শুক্রবার রাতে রাখাইনের ওয়ালিডং পাহাড়ের পাদদেশে রোহিঙ্গা শরণার্থী শিবিরে মিয়ানমারের পাহাড় থেকে ছোড়া কয়েকটি ম/র্টার শেল আঘাত হানে। এতে মো. ইকবাল নামে এক ব্যক্তির মৃ/ত্যু হয়েছে। আশ্রয়কেন্দ্রের পাঁচজন আহত হয়েছেন।
প্রসঙ্গত, বার বার বলার শর্তে বাংলাদেশের ভিরতে মিয়ানমারের ছোড়া গু/লাবারদ পড়ছে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা না নেওয়ায় সতর্ক করা হলো মিয়ানমারের রাষ্ট্রদূতকে। প্রয়োজনে ভিন্ন ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়া হয়েছে পররাষ্ট্র দফতর থেকে।