সম্প্রতি নানা দুর্নীতি-অনিয়মের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠে কক্সবাজার-১ আসনের সাংসদ জাফর আলমের স্ত্রী শাহেদা বেগমের বিরুদ্ধে। আর এ নিয়েই রীতিমতো গোটা এলাকাজুড়ে বইছে ব্যাপক শোরগোল। সমাজে ভালো মানুষের মুখোস পড়ে দীর্ঘদিন ধরেই ক্ষমতার অপব্যবহার করে নানা অনিয়মের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন তিনি।
জানা গেছে, শাহেদা বেগমের অবৈধ সম্পদের তদন্ত শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
তার বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
গত ২১ জুলাই দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মাজানুল ইসলাম স্বাক্ষরিত এক স্মারকলিপিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সংসদ সদস্য জাফর আলমের স্ত্রী শাহেদা বেগম চকরিয়া উপজেলার পালাকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। তবে কয়েক বছর ধরে তিনি স্কুলে অনুপস্থিত ছিলেন বলে অভিযোগ। তবে তিনি প্যারা শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দুদকের স্মারকলিপি সূত্রে জানা গেছে, শাহেদা বেগমের বিরুদ্ধে সরকারি জমি দখল, মাদক ব্যবসা, চাঁদাবাজি ও অবৈধ বালু উত্তোলন বিক্রির মাধ্যমে কোটি কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কক্সবাজার জেলা কার্যালয়ের উপ-পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে এ অভিযোগের আলোকে দুদকের এক কর্মকর্তা জানিয়েছেন, শাহেদার বিরুদ্ধে আনিত অভিযোগের আলোকে তদন্তের কাজ শুরু হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে এ অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।