Thursday , November 14 2024
Breaking News
Home / Countrywide / এবার দুই ছেলেকে নিয়ে রাজনীতিতে নতুন বার্তা দিলেন বিদিশা

এবার দুই ছেলেকে নিয়ে রাজনীতিতে নতুন বার্তা দিলেন বিদিশা

প্রয়াত জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা ২০২০ সালের শেষ দিকে রাজনীতিতে প্রবেশ করার জন্য জাতীয় পার্টির রাজনীতিতে নিজের অংশগ্রহণের ঘোষণা দিয়েছিলেন। তিনি ওই বছর থেকে জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেন। তিনি সে সময় জানিয়েছিলেন রাজনীতির মাঠে তাকে অনেক বাধা এবং বিপত্তির সম্মুখীন হতে হবে। তার ভেতর থেকেই দলকে এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন। এরশাদের উত্তরাধিকারী হিসেবে রয়েছেন এরিক এরশাদ ও সাদ এরশাদ এবার তাদের রাজনীতিতে প্রবেশ সম্পর্কে কথা বললেন প্রয়াত রাষ্ট্রপতির সাবেক স্ত্রী বিদিশা।

নতুন বছরে জাতীয় পার্টিতে (জাপা) চমকের পর চমক আসবে জানিয়ে হুসেইন মুহাম্মদ এরশাদের সাবেক স্ত্রী বিদিশা এরশাদ বলেছেন, সাদ ও এরিক (এরশাদের দুই ছেলে)- এরাই হবে আগামী দিনের ‘লাঙ্গল’-এর ধারক ও বাহক। বাবার চেয়ারে শুধু ছেলেদেরই শোভা পায়। একমাত্র ছেলেরাই পারে বাবার মান রক্ষা করতে, অন্য কেউ নয়।’

জাপার ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সম্প্রতি রাজধানীর বারিধারায় প্রেসিডেন্ট পার্কে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে প্রেসিডেন্ট পার্কে আলোকসজ্জা করা হয়েছে। আলোচনাসভার ব্যানারে জাপার প্রয়াত চেয়ারম্যান এইচ এম এরশাদ ও পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদের ছবি ছিল। ব্যানারে বিদিশার ছবিও ছিল, প্রধান অতিথি হিসেবে তার পরিচয় লেখা ছিল।

এসময় বিদিশা আরও বলেন, ‘আর মাত্র কয়েক মাস পরেই এরিকের বয়স ২১ হবে। অপেক্ষা করুন। চমকের পর চমক আসবে সামনে। আপনারা জানেন রওশন এরশাদ খুব অসুস্থ। তিনি ব্যাংককে আছেন। কিন্তু দেখা যাচ্ছে এরই মধ্যে জাতীয় পার্টির যে চেয়ারম্যান আছেন, তিনি প্রতিষ্ঠাবার্ষিকীর পোস্টার থেকে রওশন এরশাদের ছবি মুছে ফেলেছেন। এই অমানবিক কাজটা আসলে তাকেই মানায়।’

প্রসংগত, এর আগে বিদিশা বলেন আগামী নতুন বছরে নতুন রূপে জাতীয় পার্টি জনগণের সামনে চমক নিয়ে হাজির হবে। আমি এবং আমার ছেলে এরিক জাতীয় পার্টিকে একটি পুনর্গঠিত রূপ দেয়ার জন্য রাজনীতির ক্ষেত্রে দলটিকে নিয়ে গুটি গুটি পায়ে এগিয়েছিলাম। এখন সেটা অনেকটাই সুসংগঠিত তাই নতুন বছরে জাতীয় পার্টিকে অনেক নতুন রূপে দেখতে পাবে এদেশের মানুষ। তিনি আরো বলেন, প্রথম অবস্থায় দেশের ৩০ টি জেলায় কমিটি গঠন করা হয়েছে। এরপর দেশের সমগ্র জেলায় কমিটি হওয়ার পর ঢাকায় একটি বড় ধরনের কর্মসূচির পরিকল্পনা করা হয়েছে। রওশন এরশাদ অসুস্থ এমন কথা জানিয়ে গেল ৪ঠা নভেম্বর তাদের নতুন কমিটি ভারপ্রাপ্ত সভাপতি হন বিদিশা।

About

Check Also

উপদেষ্টা পরিষদেই বৈষম্য

অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদে আঞ্চলিক বৈষম্যের অভিযোগ উঠেছে। ২৪ সদস্যের এই পরিষদে ১৩ জনই চট্টগ্রাম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *