তামিম ইকবাল ও সাকিব আল হাসান। বাংলাদেশ ক্রিকেটের যেকোনো অর্জন বা রেকর্ডে তাদের নাম সবার আগে আসে। ২০০৭ সালের পর থেকে দেশের ক্রিকেটকে দুজন মিলে উজাড় করে দিয়েছেন অনেককিছুই। কিন্তু দিন দিন দুজনের বন্ধুত্ব রঙ হারাচ্ছে। সাকিব ও তামিম এখন একে অপরের ভুল ধরতে বেশি ব্যস্ত।
কিন্তু দ্বন্দ্ব মিটে যাওয়ার আভাস দেখলেন দেশের ক্রিকেট ভক্তরা। বিশ্বকাপ শুরুর একদিন আগে এক বিজ্ঞাপনে দুজনেই এক হয়ে যাওয়ার কথা জানিয়েছেন। আর সেই বিজ্ঞাপনের সূত্রেই বহুদিনের পুরানো এক পাওনা মিটিয়েছেন সাকিব আল হাসান।
মোবাইল ব্যাংকিং কোম্পানি ‘নগদ’ তাদের পেজে একটি বিজ্ঞাপনের ভিডিও প্রকাশ করেছে। দেখা যায়, ড্রেসিংরুমে ভেদাভেদ ভুলে আবারও এক হওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন সাকিব-তামিম। ভিডিওতে দেখা যায়, মোবাইল ব্যাংকিং সেবা ব্যবহার করে তামিমের ৩০ টাকা পরিশোধ করছেন সাকিব। পাশাপাশি ফতুল্লার ম্যাচে যৌথভাবে ম্যান অব দ্য ম্যাচ হওয়ার কথাও মনে করিয়ে দিয়েছেন দুই ক্রিকেটার।
নগদ টাকার এমন বিজ্ঞাপনের পরও দেশের জার্সিতে এক হতে পারছেন না দেশের এই দুই বড় তারকা। অন্তত বিশ্বকাপে জরুরি পরিবর্তন না এলে তা হচ্ছেনা। তবে ভক্তরা আশা করছেন সব ভুলে বিশ্বকাপের পর সাকিব ও তামিম অন্তত এক হবেন।