Wednesday , December 25 2024
Breaking News
Home / Countrywide / এবার তানজিমের শাস্তি চাইলেন নায়িকা জ্যোতিকা জ্যোতি, জানা গেল কারণ

এবার তানজিমের শাস্তি চাইলেন নায়িকা জ্যোতিকা জ্যোতি, জানা গেল কারণ

বাংলাদেশের তরুণ ক্রিকেটার তানজিম হাসান সাকিব। সদ্য শেষ হওয়া এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্স দিয়ে সবার নজর কেড়েছেন তিনি। অভিষেকে খেললেও ফেসবুকে পুরনো কিছু পোস্টের কারণে ব্যাপক সমালোচনার মুখে পড়েছেন এই বাংলাদেশি পেসার।

বলা যায় সাকিবের বিষয়টি গত কয়েকদিন ধরেই টক অব দ্য কান্ট্রিতে পরিনত হয়েছে। এমনকি ব্যক্তিগত সোশ্যাল মিডিয়ায় এই তরুণ পেসারের দেওয়া কিছু পোস্ট নিয়েও কথা বলতে হয়েছে খোদ বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)।

সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে শাকিবের পক্ষে-বিপক্ষে অনেক কথাবার্তা হয়েছে। সমালোচনার তালিকায় ঢুকে পড়েছেন অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি। বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

গত সোমবার রাতে ফেসবুকে একটি পোস্ট দেন জ্যোতি। সেখানে তিনি লিখেছেন, ‘তানজিম হাসান সাকিব বাংলাদেশের জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড়; কিন্তু তিনি দেশের জাতীয় সঙ্গীত গাওয়া এবং বিজয় দিবস উদযাপন ঘৃণা করেন। তাহলে কি তার এদেশের জাতীয় ক্রিকেট দলে খেলার অধিকার আছে? আশা করি বিসিবি এমন একজন দেশদ্রোহী খেলোয়াড়ের বিরুদ্ধে দ্রুত সিদ্ধান্ত নেবে।

তিনি আরও লিখেছেন, ‘এই ক্রিকেটার পেশাজীবী নারীদের নিয়ে যে নোংরা মন্তব্য করেছে, একজন কর্মজীবী নারী হিসেবে আমার সক্ষমতা-যোগ্যতা ও স্বাধীনতাকে তা চরমভাবে অপমান করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন হীন মন্তব্যকারী ক্রিকেটারের আইনগত শাস্তি দাবি করছি আমি। দেশের লাখ-কোটি কর্মজীবী নারীদের নিয়ে এমন বিদ্বেষ ছড়ানো খেলোয়াড়কে বাংলাদেশের জাতীয় দল থেকে বহিষ্কার করার দাবি জানাই।’

জ্যোতি বলেন, ‘আমি জানি, এই বিষয়ে নীরব থাকাটাই ভালো এমন ভেবে অনেকেই নীরব থাকবেন এবং নিজেকে স্মার্ট প্রমাণ করতে গিয়ে কেউ কেউ ব্যক্তি ও বাকস্বাধীনতা নিয়ে কথা বলবেন। কিন্তু এ দুটোই ভয়ংকর। আমি মনে করি অন্যায় করা আর অন্যায় মেনে নেওয়া সমান অপরাধ। আর বাকস্বাধীনতা যদি অন্যকে অপমান করে, কুসংস্কার ছড়ায়, তাহলে তা অবশ্যই বাকস্বাধীনতার আওতায় পড়ে না। তাই আমি স্পষ্টভাবে আমার অবস্থান পরিষ্কার করছি।’

‘মগজ ভর্তি নারীবিদ্বেষ ও ধর্মান্ধতা নিয়ে যে কোনো মানুষ বাঁচতেই পারে, সেটা তার মতাদর্শ। কিন্তু যখন কেউ খোলাখুলিভাবে সেই পশ্চাৎপদ মতাদর্শের সাথে বর্বর সময়ের কথা বলে, তখন সেই আদর্শকে বিকশিত হতে দেওয়া ঠিক নয়। একজন সাধারণ মানুষকে এড়ানো যায়, কিন্তু লাখ লাখ ফলোয়ার বিশিষ্ট জাতীয় দলের ক্রিকেটারকে কোনোভাবেই ছাড় দেওয়া যায় না। তাহলে ঘৃণার চাষ বাড়বে এবং দেশ এগিয়ে যাবে অজ্ঞতার দিকে,” বলেন এই নায়িকা।

About bisso Jit

Check Also

সংসদ ভবনের গোপন কক্ষে লুকিয়ে ছিলেন স্পিকার, যেভাবে উদ্ধার করলো সেনাবাহিনী

গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানের সময় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী সংসদ ভবনের একটি গোপন কক্ষে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *