Friday , January 3 2025
Breaking News
Home / Exclusive / এবার ড. ইউনূসের প্রতি যে দেশের বিশিষ্ট জনেরা জানালেন সমর্থন

এবার ড. ইউনূসের প্রতি যে দেশের বিশিষ্ট জনেরা জানালেন সমর্থন

শান্তিতে নোবেল বিজয়ী বাংলাদেশি অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূসের শাস্তি হতে পারে এই আশঙ্কায় শতাধিক নোবেল পুরস্কার বিজয়ীসহ প্রায় দুই শতাধিক বিশ্বনেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে খোলা চিঠি পাঠিয়েছেন। দিন দিন বিশ্বব্যাপী তার প্রতি সমর্থন বাড়ছে।

ড. মুহম্মদ ইউনূসের ওপর নিপীড়নের অবসান ঘটাতে বিবৃতিতে নতুন করে স্বাক্ষরকারী বিশ্বের বিশিষ্টজনরা হলেন— প্যারিসের মেয়র অ্যান হিডালগো, ২০১৯ সালে অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী এস্তার দুফ্লো এবং একই বছর একই বিভাগে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জি, তুরস্কের সাবেক উপপ্রধানমন্ত্রী হিকমেট সেতিন, নরওয়ের সাবেক প্রধানমন্ত্রী কজেল ম্যাগনে বন্দেভিক, ইকুয়েডরের সাবেক প্রেসিডেন্ট রোসালিয়া আরটিয়াগো সেরানো প্রমুখ।

ইউনূস সেন্টারের তথ্যমতে, এ পর্যন্ত ১০৮ জন নোবেল বিজয়ীসহ মোট ১৮২ জন বিবৃতিতে স্বাক্ষর করেছেন।

ড. মুহাম্মদ ইউনূস ২০০৬ সালে নোবেল শান্তি পুরস্কার (Nobel Peace Prize) জয়ী হন। এই পুরস্কার তিনি মাইক্রোক্রেডিট প্রকল্পের জন্য পেয়েছিলেন। এই প্রকল্পের মাধ্যমে, গরিব লোকরা ছোট পরিসরে ব্যবসায় শুরু করতে পারেন এবং নিজেদের আর্থিক সাধারণভাবে উন্নত করতে পারেন। কারনে এই ঋণ নিতে কোনো জামানত লাগে না।

About bisso Jit

Check Also

দুপক্ষের সংঘর্ষে নিহত ১: পুরুষ শূন্য গ্রাম, আতঙ্কে পালিয়েছেন নারীরাও

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষে সোমবার দুপুরে হিরু মাতুব্বর নামে একজন নিহত হয়েছেন। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *