সম্প্রতি সরকারে নানা কর্মকান্ডে হতাশা প্রকাশ করছেন বিভিন্ন মহল। কারন দেশে এখন নানা প্রকার সমস্যা চলছে। একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্য দিকে বন্যায় বিপর্যস্ত দেশের মানুষ। দেশের মানুষ এখন একটা দুঃসময় পার করেছেন বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ।
গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘দেশ কঠিন সমস্যায় নিমজ্জিত। মানুষের মুখে আজ হাসি নেই। একদিকে বন্যা অন্যদিকে সরকারের দায়িত্বশীলদের লাগামহীন বক্তব্যে আমরা হতাশ। ‘
বুধবার ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্র মিলনায়তনে এবি পার্টি আয়োজিত ‘নাগরিক সংলাপ’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে সভায় সভাপতিত্ব করেন দলের আহ্বায়ক ও সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী।
ডা. জাফরুল্লাহ চৌধুরী আরও বলেন, যারা দেশের মান-সম্মান বিশ্বে উজ্জ্বল করেছেন তাদের একজন ড. মুহাম্মদ ইউনূস। অথচ সরকার উনার সম্মানহানি করার জন্য উঠে পড়ে লেগেছে।
আরও বক্তব্য রাখেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ড. দিলারা চৌধুরী, নদী প্রকৌশলী প্রকৌশলী মো. এনামুল হক, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মহসিন রশীদ, এনডিপি চেয়ারম্যান খন্দকার গোলাম মর্তুজা, মানবাধিকার কর্মী রুবি আমাতুল্লাহ ও এবি পার্টির যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওয়াহাব মিনারসহ বিশিষ্ট নাগরিকবৃন্দ।
সংলাপের শুরুতে এবি পার্টির ত্রাণ কার্যক্রম ও বন্যার চিত্র তুলে ধরেন দলটির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মেজর (অব.) আবদুল ওয়াহাব মিনার, ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসেন ও ছাত্র বিষয়ক সমন্বয়ক মোহাম্মদ প্রিন্স। সংলাপে সংকট নিরসনে ১৪ দফা প্রস্তাবের ওপর বক্তব্য রাখেন দলের যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ।
এ সময় আরও বক্তব্য রাখেন ড. দিলারা চৌধুরী, প্রকৌশলী এম. এনামুল হক, রুবি আমাতুল্লাহ, এএফএম সোলায়মান চৌধুরী, বিএম নাজমুল হক, ডাঃ শাহরিয়ার ইফতেখার ফুয়াদ, বীর মুক্তিযোদ্ধা ডাঃ শাহ আরমান, মঞ্জুর হোসেন ঈসা, এবিএম খালিদ হাসান, আমিনুল ইসলাম এফসিএ, নাসরীন সুলতানা মিলি, লায়ন হিরা, মোহাম্মদ প্রিন্স প্রমুখ।
প্রসঙ্গত, সরকার দেশের একজন স্বনাধন্য ব্যক্তি সম্পর্কে নানা ধরনের সন্মানহানিকর কথা বলছেন বলে মন্তব্য করেন ডা. জাফরুল্লাহ চৌধুরী। সরকারে এমন কান্ডে অনেকে হতাশা প্রকাশ করেছেন।