রেশ না কাটতেই আবারো সংবাদ মাধ্যমের শিরোনামে পুলিশের গুরুত্বপূর্ণ ৫ পদে রদবদ। বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেয়া এক প্রজ্ঞাপনের আলোকে জানা গেল, এবার ৪ চারজন ডিআইজিসহ পুলিশের পাঁচ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। তাদের ৫ জনকেই পূর্বের দায়িত্ত থেকে সরিয়ে নতুন দায়িত্বে নিয়োজিত করা হয়েছে।
মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপসচিব সিরাজাম মুনিরা স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে এই আদেশ অবিলম্বে কার্যকর করা হবে বলে উল্লেখ আছে।
প্রজ্ঞাপনে বলা হয়, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) কমিশনার মো. আবু কালাম সিদ্দিককে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক নিয়োগ করা হয়েছে। এ ছাড়া পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) উপ-মহাপরিদর্শক মো. আনিসুর রহমানকে আরএমপির পুলিশ কমিশনার করা হয়েছে।
এ ছাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পুলিশ মহাপরিদর্শক (অপারেশন্স) কুসুম দেওয়ানকে সিআইডির উপ-পুলিশ মহাপরিদর্শক, রাজশাহীর সারদা পুলিশ একাডেমির উপ-পুলিশ মহাপরিদর্শক (ভাইস প্রিন্সিপাল) পদে নিয়োগ দেওয়া হয়েছে। আজাদ মিয়াকে পুলিশের উপ-মহাপরিদর্শক ও টাঙ্গাইল পুলিশ প্রশিক্ষণ কেন্দ্রের অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক মো. মাহবুবুর রহমানকে সিআইডির অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক পদে বদলি করা হয়েছে।
এর আগে পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসরে পাঠানোর ঘটনায় গোটা দেশজুড়েই শুরু হয় ব্যাপক শোরগোল।