Monday , December 23 2024
Breaking News
Home / Countrywide / এবার টিপু আর প্রীতির ঘটনায় ভিন্ন তথ্য দিলেন গোয়েন্দা পুলিশ

এবার টিপু আর প্রীতির ঘটনায় ভিন্ন তথ্য দিলেন গোয়েন্দা পুলিশ

সাম্প্রতিক সময়ে টিপু ও প্রীতির ঘটনা নিয়ে সারা দেশে বেশ আলোচনা সমালোচনা চলছে। একের পর এক বেরিয়ে আসছে নিত্য নতুন তথ্য। জানা গেছে মাসুম অনেক দিন ধরে টিপুকে ( Tipu ) প্রয়াত করার জন্য ছক করেছিল। অপেক্ষা ছিল ভালো সুযোগের। অবশেষে গত বৃহস্পতিবার ( Last Thursday ) ২৪ মার্চ রাতে ( March night ) শাহজাহানপুরে ( Shahjahanpur ) টিপুকে ( Tipu ) প্রয়াত করার সিদ্ধান্তে সফল হন মাসুম। ( Masum. ) তবে সুধু টিপু নয় তার সাথে প্রয়াত হন প্রীতিও।

এ ঘটনায় এক সংবাদ সম্মেলনে ডিবি প্রধান একেএম হাফিজ আক্তার ( AKM Hafiz Akter ) বলেন, ঘটনার একদিন আগে মাসুম ওই এলাকায় পড়ে ওত পেতে ছিল। এক পর্যায়ে তিনি তার উদ্দেশ্যে সফল হন।

রোববার (২৭ মার্চ) দুপুরে মিন্টো ( Minto noon ) রোডে ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। ( police. ) সেখানে ডিবি প্রধান বলেন, ভাড়াটিয়া খু/নি মাসুম পাঁচ দিন আগে চুক্তিতে সই করেছিলেন। ঘটনার পাচ থেকে ছয়দিন আগে সে টিপুর নাম জানতে পারে। ঘটনার দিন ঘা/তক একটি গাড়িতে জয়পুরহাটের উদ্দেশে রওনা হয় সেখানে সীমান্ত অতিক্রমের চেষ্টা করে। পরে তিনি বগুড়ায় অবস্থান নিলে সেখান থেকে তাকে আটক করে পুলিশ। ( police. )

মাসুমের নামে আরও একটি হ/ত্যা মামলা রয়েছে বলে জানান ডিবি প্রধান। জ্বালানি দাতাসহ বাকি সবাইকে খুঁজে বের করা হবে বলেও আশ্বাস দেন তিনি।

এদিকে সরকারি বেগম বদরুন্নেসা কলেজের ( Begum Badrunnesa College ) শিক্ষকদের একটি প্রতিনিধি দল সকালে ( morning ) সামিয়া আফনান ( Afnan ) প্রীতির বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। কলেজের অধ্যক্ষ প্রফেসর সাবিকুন নাহারের ( Sabikun Nahar ) নেতৃত্বে ৭ সদস্যের দল প্রীতির বাবা-মায়ের সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলে। বদরুন্নেসার অধ্যক্ষ প্রীতি হ/ত্যার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই প্রত্যাশিত নয় বলে অধ্যাপক সাবিকুন নাহার এই হ/ত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।

 

About Nasimul Islam

Check Also

ভারতের গণমাধ্যমে প্রতিবেদন ফাঁস, বন্দিদের ভারতে পাঠাতেন শেখ হাসিনা

ভারতের গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা সম্প্রতি একটি প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *