রাজধানী ঢাকায় অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের পাশাপাশি নানা দুর্নীতি-চাঁদাবাজিসহ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দায়ের করা মামলায় ইতিপূর্বেই সাবেক যুবলীগ নেতা গোলাম কিবরিয়া শামীম ওরফে জিকে শামীমকে গ্রেপ্তার করেছে পুলিশ। বর্তমানে কারাগারের চার দেয়ালের মাঝেই দিন কাটছে তার। আর এবার অবৈধ সম্পদ অর্জনের মামলায় জিকে শামীমের মা আয়েশা আক্তারের বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
মঙ্গলবার (১৬ নভেম্বর) দুপুরে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ কেএম ইমরুল কায়েশের আদালত জিকে শামীম এবং তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে দুদকের দেয়া চার্জশিট আমলে গ্রহণ করেন। দুদকের কোর্ট ইন্সপেক্টর আমিনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
পলাতক থাকায় আয়েশা আক্তারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। একইসঙ্গে আগামী ১৫ ডিসেম্বর গ্রেফতার সংক্রান্ত তামিল প্রতিবেদন দাখিলের তারিখ ধার্য করেছেন আদালত।
চলতি বছর শুরু দিকে দুইজনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। জানা যায়, ২০১৯ সালের ২১ অক্টোবর জিকে শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে ২৯৭ কোটি ৮ লাখ ৯৯ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের সমন্বিত জেলা কার্যালয়-১ এ মামলা দায়ের করেন দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন।
এর আগে গত ২০১৯ সালের সেপ্টেম্বর মাসে আলোচিত ক্যাসিনোবিরোধী অভিযানকালে বিপুল পরিমান টাকা, মাদক ও দেশি-বিদেশি নানা অস্ত্র সহ জিকে শামীমকে গ্রেপ্তার করে র্যাব। এছাড়াও অবৈধ ক্যাসিনো কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার হন সাবেক যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ আরও অনেকেই।