ছাত্রলীগ নেতাকর্মীদের নির্যাতনের ঘটনায় সাময়িক বরখাস্ত হওয়া এডিসি হারুন অর রশিদকে রংপুর রেঞ্জে সংযুক্ত করা হয়েছে। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এরপর গুঞ্জন ওঠে- এ মামলায় জড়িত আরেক এডিসি সানজিদা আফরিনকেও রংপুরে বদলি করা হচ্ছে। গতকাল রাত থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে আলোচনা চলছে।
তবে এডিসি সানজিদাকে রংপুর বা অন্য কোথাও বদলির কোনো আদেশ এখনো ডিএমপিতে আসেনি বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার ফারুক হোসেন।
তিনি বলেন, আজ পর্যন্ত এ ধরনের কোনো আদেশ হয়নি। এডিসি সানজিদার বদলি সংক্রান্ত কোনো আদেশের কপি আমি পাইনি।
পুলিশ সদর দফতরের একটি সূত্র জানায়, এডিসি সানজিদা আফরিনকে বদলির কথা ভাবা হচ্ছে।
সূত্র জানায়, এডিসি সানজিদাকেও বদলির জন্য আলোচনা চলছে। তবে কোথায় বা কবে বদলি হবে তা এখনো নিশ্চিত করেননি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশ সদর দফতরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, সানজিদার বদলির বিষয়টি বিবেচনাধীন রয়েছে। কিন্তু আদেশের কোনো কপি এখনো আমার কাছে পৌঁছায়নি।
এদিকে হারুনের ঘটনায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য কমিটিকে পাঁচ কার্যদিবস বাড়ানো হয়েছে। বুধবার (১৩ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ডিএমপি কমিশনার এ মেয়াদ বৃদ্ধি করেন।