মাঠে ভালো পারফরম্যান্স দেখাতে পারছে না বাংলাদেশের টাইগাররা। ফলে টাইগারদের মাঝে মাঝে হতাশ হয়ে পড়তে হচ্ছে। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়দের একটি জিনিস দেখা যায় আর তা হলো ক্রিকেট মাঠে সবাই মিলে শুক্রবারে জুমার নামাজ পড়তে দেখা যায়। এদিকে সম্প্রতি এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ৭ উইকেটের বিশাল হার দিয়ে শুরু হয়েছে এশিয়া কাপ।
এ নিয়ে চারদিকে সমালোচনার ঝড় বইছে। এরই মধ্যে নতুন করে আলোচনায় উ”স্কানি দিলেন তসলিমা নাসরিন। বাংলাদেশ দলের একটি পুরনো ছবি টুইটারে শেয়ার করেছেন এই নারীবাদী লেখিকা। তামিম-মাশরাফিসহ দলের কয়েকজনকে ক্রিকেট মাঠে নামাজ পড়তে দেখা যায়। ইমামতি করছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ছবিটি ২০১৯ সালের নিউজিল্যান্ড সফরের বলে মনে করা হচ্ছে। যা শেয়ার করে তসলিমা লিখেছেন, ‘বাংলাদেশ তাবলিগ জামাত দল’।
তসলিমা লেখালেখির জগতে ডুবে থাকলেও ক্রিকেটের খবর রাখেন। নিয়মিত না হলেও সোশ্যাল সাইটে ক্রিকেট নিয়ে তার পোস্ট দেখা যায়।
আর মাঠে এক সাথে জুমার নামাজ পড়ার ছবি পোস্ট করেও থাকেন বাংলাদেশি ক্রিকেট দলের খেলোয়াড়েরা যেটা একটি নিয়মিত ঘটনা। প্রতি শুক্রবার জুমার নামাজ পড়ার পর সেটার ছবি কোনো কোনো ক্রিকেটারকে পোস্ট করতে দেখা যায়। যেটা একটি বিশেষ সময়টাকে তাদের স্মরন করিয়ে দেয়া সবাইকে।