কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প ও স্বাক্ষর ব্যবহার করে ছাত্রীকে প্রেমের প্রস্তাব! আর সেই চিঠিকে কেন্দ্র করে কোলাহলপূর্ণ এলাকা। চিঠিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। যদিও এ বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ শিক্ষার্থী।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওটি ভারতের পূর্ব বর্ধমান জেলার গুসকরা কলেজের অধ্যক্ষের একটি প্যাডে লেখা একটি চিঠি। এটি এক মহিলা ছাত্রীকে সম্বোধন করে, কলেজের এক প্রাক্তন ছাত্রী তার প্রেমে পড়েছে। কিন্তু ছাত্রী পাত্তা দিচ্ছে না। যে কারণে শিক্ষার্থী পড়ালেখায় মন দিতে পারছে না। চিঠিতে শিক্ষার্থীকে কিছু করার আবেদন জানানো হয়। যাতে শিক্ষার্থী সঠিকভাবে পড়াশোনা করতে পারে। আর এই চিঠি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।
গুসকরা মহাবিদ্যালয়ের প্যাড ব্যবহার করে কেউ এই চিঠি লিখে ওই ছাত্রীর পরিবারের কাছে পাঠিয়েছে বলে জানা গিয়েছে। চিঠিতে কলেজের অধ্যক্ষের প্যাড, স্ট্যাম্প এবং এমনকি স্বাক্ষর ব্যবহার করা হয়েছিল, যা স্বাভাবিকভাবেই একটি উত্তপ্ত বিতর্কের সৃষ্টি করেছিল।
মঙ্গলবার বিকেলে গুসকরা কলেজের অধ্যক্ষ সুদীপ চট্টোপাধ্যায় বলেন, আমি এখনও বিষয়টি জানি না। তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে অধ্যক্ষের দেওয়া পুরনো নোটিশ বুদ্ধিমানের সাথে ব্যবহার করা হয়েছে। তবে ঘটনার পেছনে কারা জড়িত তা এখনো জানা যায়নি।