যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের কথিত উপদেষ্টা মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে গ্রেপ্তারের জন্য ‘কনস্যুলার অ্যাক্সেস’ চেয়েছে ঢাকায় মার্কিন দূতাবাস। পররাষ্ট্র প্রতিমন্ত্রী ড. শাহরিয়ার আলম এ তথ্য জানান।
সোমবার (৩০ অক্টোবর) ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিদেশি কূটনৈতিক মিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে প্রতিমন্ত্রী এ তথ্য জানান।
‘কনস্যুলার অ্যাক্সেস’ হল একজন নাগরিককে বিদেশে গ্রেফতার করা হলে তাকে সহায়তা করার জন্য ব্যক্তির সাথে দেখা করার জন্য দূতাবাসের ইচ্ছা।
গতকাল (২৯ অক্টোবর) শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিয়া জাহিদুল ইসলাম আরেফিকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
ভিয়েনা কনভেনশন অনুসারে, আটক বিদেশী নাগরিকদের অবশ্যই কনস্যুলার কর্মকর্তাদের সাথে যোগাযোগ করার অধিকার সম্পর্কে অবহিত করতে হবে।
যদি বিদেশী নাগরিক কারাগারে বা হেফাজতে থাকে, তবে কনস্যুলার অফিসারের অধিকার থাকবে তার সাথে দেখা করার, তার সাথে কথা বলার, তার সাথে চিঠিপত্র আদান প্রদান করার এবং তার আইনী প্রতিনিধিত্বের ব্যবস্থা করার।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, মার্কিন প্রেসিডেন্টের কথিত উপদেষ্টাকে কনস্যুলার প্রবেশাধিকার দেওয়ার কোনো সিদ্ধান্ত বাংলাদেশ মার্কিন দূতাবাসকে জানায়নি।
শনিবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের আশপাশের এলাকায় দিনভর ব্যাপক সহিংসতা ও সংঘ”র্ষের পর বিকেলে হঠাৎ করে মিয়া আরেফী নামের ওই ব্যক্তি নিজেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা দাবি করেন। তবে এই ব্যক্তির বিএনপি কার্যালয়ে যাওয়া এবং বক্তব্য রাখার বিষয়ে দায় নেয়নি দলটি। আর মার্কিন দূতাবাস বলেছে, তাদের কোন প্রতিনিধি সেখানে যায়নি।
দুইবার গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় মিয়া আরেফি অভিযোগ করেন, পুলিশ নির্বিচারে বিএনপির সমাবেশে হামলা চালিয়েছে দাবি করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে এ বিষয়ে রিপোর্ট দেওয়া হয়েছে। তিনি বলেন, শনিবার যা ঘটেছে তার শুরুটা আমেরিকা জানে।
বিএনপির সমাবেশ আয়োজনে জড়িতদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হবে বলেও হুঁশিয়ারি দেন অভিযুক্ত ওই মার্কিন নাগরিক। দেশের রাজনীতি ও সরকার নিয়েও নেতিবাচক কথা বলেছেন তিনি।
মিয়া আরেফি নামে পরিচিত বেল্লালকে রোববার বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ গ্রেপ্তার করে। পরে তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়। রাতেই তার বিরুদ্ধে মামলা হয়েছে।