সম্প্রতি ডিমের দাম হঠাৎ করেই বেড়ে যাওয়ার কারণে দেশের মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিশেষ করে সাধারণ মানুষ পড়েছে খুব বিপাকে। তবে ডিমের দাম বৃদ্ধি পাবার কয়েকদিনের মধ্যে কিছুটা কমেছে দাম। কেনো দিমের দাম হঠাৎ করে ভেড়ে গিয়েছিল সেটা কউ জানত না। কিন্তু এবার জানা গেল দিমের দাম বাড়ার আসল কারণ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান বলেন, কাজী ফার্মের অনিয়মের কারণে ডিমের বাজার অস্থিতিশীল হয়ে পড়েছে।
বুধবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সরবরাহ কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান মহাপরিচালক। ভুট্টা এবং সয়াবিন ডিম উৎপাদনের উপাদান। এসবের দাম বাড়ায় দাম বেড়েছে।
অন্যদিকে ভোক্তা অধিকার কর্মকর্তাদের দাবি, যেখানে দাম বাড়ানো হয়েছে সেখানে উৎপাদন খরচ বাড়েনি। এ অবস্থার পেছনে একটি অদৃশ্য হাত খেলছে। দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
তবে সিন্ডিকেট করে ডিমের দাম বাড়ানো হয়নি বলে দাবি করছেন ব্যবসায়ীরা। ডিম ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতির নেতারা ভোক্তা অধিকারের কামান। ডিমের দাম নির্ধারণের এখতিয়ার তাদের নেই এবং ভোক্তা অধিকার নিয়ে প্রশ্ন তোলার কথা স্বীকার করেছেন তারা। সমিতির প্রতিনিধিরা তা মেনে নেন।
প্রসঙ্গত, দিম একটি পুষ্টিকর খাবার। দেশে ডিমের চাহিদা খুব। ডিম ও মুরগীর দাম রাতারাতি এভাবে বেড়ে যাবে সেটা কেউ ভাবতেই পারেনি। মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। দেশের মধ্যে কিছু স্বার্থন্বেশী বয়বসায়ীরা এই ধরণের খারাপ কর্মকান্ড ঘটিয়ে থাকে।